মথি লিখিত সুসমাচার
২৮ বিশ্রামবারের* পর, সপ্তাহের প্রথম দিন ভোরে, মগ্দলীনী মরিয়ম এবং অন্য মরিয়ম কবর দেখার জন্য এলেন।
২ আর দেখো! এক প্রচণ্ড ভূমিকম্প হয়েছিল, কারণ যিহোবার* একজন স্বর্গদূত স্বর্গ থেকে নেমে এসেছিলেন। পরে তিনি কবরের* পাথরটা সরিয়ে সেই পাথরের উপর বসে ছিলেন। ৩ তার চেহারা বিদ্যুতের মতো উজ্জ্বল এবং তার পোশাক তুষারের মতো সাদা ছিল। ৪ তাকে দেখে প্রহরীরা প্রচণ্ড ভয় পেয়ে কাঁপছিল এবং মৃতপ্রায় হয়ে পড়েছিল।
৫ কিন্তু, সেই মহিলারা যখন কবরের কাছে এলেন, তখন সেই স্বর্গদূত তাদের বললেন: “ভয় পেয়ো না। আমি জানি, তোমরা যিশুকে খুঁজছ, যাঁকে দণ্ডে বিদ্ধ করা হয়েছিল। ৬ তিনি এখানে নেই, কারণ তিনি মৃতদের মধ্য থেকে উঠেছেন, যেমনটা তিনি তোমাদের বলেছিলেন। এসো, যেখানে তাঁকে শুইয়ে রাখা হয়েছিল, সেই জায়গাটা দেখো। ৭ তোমরা তাড়াতাড়ি গিয়ে তাঁর শিষ্যদের বলো, ‘তিনি মৃতদের মধ্য থেকে উঠেছেন। আর দেখো! তিনি তোমাদের আগে আগে গালীলে যাচ্ছেন। তোমরা তাঁকে সেখানে দেখতে পাবে।’ দেখো! আমি তোমাদের জানিয়ে দিলাম।”
৮ তখন তারা সঙ্গেসঙ্গে কবর* থেকে চলে গেলেন। যদিও তারা ভয় পেয়ে গিয়েছিলেন, কিন্তু খুব আনন্দিতও হয়েছিলেন। তারা খবরটা জানানোর জন্য শিষ্যদের কাছে দৌড়ে গেলেন। ৯ আর দেখো! যিশু সেই মহিলাদের দেখা দিলেন এবং তাদের সম্ভাষণ জানালেন। আর তারা তাঁর কাছে এসে তাঁর পা ধরে প্রণাম করলেন।* ১০ তখন যিশু তাদের বললেন: “ভয় কোরো না! যাও, আমার শিষ্যদের বলো, যেন তারা গালীলে যায়, সেখানে তারা আমার দেখা পাবে।”
১১ তারা যখন যাচ্ছিলেন, তখন প্রহরীদের মধ্যে কয়েক জন নগরে গিয়ে প্রধান যাজকদের সমস্ত ঘটনা জানাল। ১২ আর প্রধান যাজকেরা যিহুদি নেতাদের সঙ্গে মিলিত হয়ে একসঙ্গে পরামর্শ করল এবং সেই সৈন্যদের প্রচুর রুপোর মুদ্রা দিল ১৩ আর বলল: “তোমরা লোকদের বোলো, ‘রাতের বেলা আমরা যখন ঘুমাচ্ছিলাম, তখন তার শিষ্যেরা এসে তার দেহ চুরি করে নিয়ে গিয়েছে।’ ১৪ আর কথাটা যদি রাজ্যপালের কান পর্যন্ত চলে যায়, তা হলে আমরাই তাকে বিষয়টা বুঝিয়ে বলব, তোমাদের দুশ্চিন্তা করার প্রয়োজন নেই।” ১৫ তখন সৈন্যেরা সেই রৌপ্যমুদ্রাগুলো নিল এবং তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করল। আর এই গল্পটা যিহুদিদের মধ্যে ছড়িয়ে পড়ল, যা আজ পর্যন্ত প্রচলিত রয়েছে।
১৬ এদিকে, সেই ১১ জন শিষ্য গালীলে পৌঁছে সেই পর্বতে গেলেন, যেখানে যিশু তাদের যেতে বলেছিলেন। ১৭ সেখানে তাঁকে দেখতে পেয়ে তারা তাঁকে প্রণাম করলেন,* কিন্তু কেউ কেউ সন্দেহ করলেন। ১৮ তখন যিশু তাদের কাছে এগিয়ে এসে বললেন: “স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে। ১৯ তাই যাও, তোমরা সমস্ত জাতির লোকদের শিষ্য করো এবং পিতার ও পুত্রের ও পবিত্র শক্তির নামে তাদের বাপ্তিস্ম দাও ২০ আর আমি তোমাদের যা যা আদেশ দিয়েছি, সেই সমস্ত কিছু পালন করতে তাদের শিক্ষা দাও। আর দেখো! এই বিধিব্যবস্থার* শেষ সময় পর্যন্ত আমি সবসময় তোমাদের সঙ্গে সঙ্গে আছি।”