গীতসংহিতা
শলোমনের দ্বারা রচিত। আরোহণের গান।
১২৭ কোনো বাড়ি যদি যিহোবা নির্মাণ না করেন,
তা হলে সেটার নির্মাণকারীরা বৃথাই পরিশ্রম করে।
কোনো নগর যদি যিহোবা সুরক্ষিত না রাখেন,
তা হলে সেটার রক্ষী বৃথাই জেগে থাকে।
২ যদি ঈশ্বরের আশীর্বাদ না থাকে,
তা হলে খুব ভোরে ওঠা,
অনেক রাত পর্যন্ত জেগে থাকা,
খাবারের জন্য কঠোর পরিশ্রম করা, সবই বৃথা।
কারণ তিনি যাদের ভালোবাসেন, তাদের যত্ন নেন
আর তাঁর আশীর্বাদে তারা ভালোভাবে ঘুমোয়।
৪ একজন পুরুষের যৌবনকালে জন্মানো ছেলেরা
ঠিক বীরের হাতে থাকা তিরের মতো।
৫ সুখী সেই ব্যক্তি, যে নিজের তির রাখার তূনটা তির দিয়ে পূর্ণ করে।