গীতসংহিতা
দায়ূদের প্রার্থনা।
১৭ হে যিহোবা, ন্যায়বিচার চেয়ে করা আমার বিনতি শোনো,
সাহায্য চেয়ে করা আমার অনুরোধের প্রতি মনোযোগ দাও।
আমার প্রার্থনায় কোনো ছলনা নেই, আমার প্রার্থনা শোনো।
২ তুমি যেন সঠিক রায় দিয়ে আমার প্রতি ন্যায়বিচার কর।
যা সঠিক, তোমার চোখ যেন তা দেখতে পায়।
৩ তুমি আমার হৃদয় যাচাই করেছ, রাতের বেলায় আমাকে পরীক্ষা করেছ,
তুমি আমাকে পরিশোধন করেছ,
আমাকে এভাবে পরীক্ষা করলে তুমি দেখবে যে, আমি কোনো ষড়যন্ত্র করিনি
কিংবা আমার মুখ দিয়ে কোনো অপরাধ করিনি।
৪ অন্যেরা যা-ই করুক না কেন,
আমি তোমার মুখের কথা অনুসারে ডাকাতদের কাজকর্ম থেকে দূরে থাকি।
৫ আমাকে তোমার পথে স্থির থাকতে দাও,
যাতে আমি হোঁচট না খাই।
৬ হে ঈশ্বর, আমি তোমাকে ডাকি কারণ তুমি আমাকে উত্তর দেবে।
তুমি আমার প্রতি মনোযোগ দাও,* আমার কথা শোনো।
৭ হে ঈশ্বর, যারা বিদ্রোহীদের কাছ থেকে পালিয়ে তোমার ডান হাতের নীচে আশ্রয় নেয়,
তুমি তাদের রক্ষাকর্তা,
তুমি আশ্চর্যজনকভাবে তোমার অটল প্রেম দেখাও।
৮ তুমি নিজের চোখের মণির মতো আমাকে রক্ষা করো,
তোমার ডানার ছায়ায় আমাকে লুকিয়ে ফেলো।
৯ যে-মন্দ ব্যক্তিরা আমাকে আক্রমণ করে
আর যে-শত্রুরা আমাকে ঘিরে ফেলে আমাকে মেরে ফেলতে চায়,
তাদের হাত থেকে আমাকে রক্ষা করো।
১০ তাদের হৃদয় অসাড় হয়ে গিয়েছে,*
অহংকারের বশে তারা বড়ো বড়ো কথা বলে।
১১ এখন তারা আমাদের চারিদিক থেকে ঘিরে ফেলে,
তারা আমাদের ফেলে* দেওয়ার জন্য সুযোগ খুঁজতে থাকে।
১২ সে একটা সিংহের মতো, যে তার শিকারকে ছিঁড়ে ফেলার জন্য উৎসুক হয়ে রয়েছে,
ঠিক একটা যুবসিংহের মতো, যে ওত পেতে বসে রয়েছে।
১৩ হে যিহোবা, ওঠো, তার বিরুদ্ধে দাঁড়াও এবং তাকে নীচে ফেলে দাও,
তোমার তলোয়ারের মাধ্যমে আমাকে সেই মন্দ ব্যক্তির হাত থেকে উদ্ধার করো।
১৪ হে যিহোবা, তোমার হাত বাড়িয়ে আমাকে উদ্ধার করো,
আমাকে এই জগতের* লোকদের হাত থেকে উদ্ধার করো, যারা শুধু আজকের জন্য বাঁচে,
যাদের তুমি তোমার ভাণ্ডার থেকে প্রচুর পরিমাণে ভালো ভালো জিনিস দাও
আর যারা তাদের অনেক ছেলের জন্য উত্তরাধিকার রেখে যায়।