ইয়োব
২৪ “কেন সর্বশক্তিমান একটা নির্দিষ্ট সময় স্থির করেন না?
যারা ঈশ্বরকে জানে, কেন তারা তাঁর দিন* দেখতে পায় না?
২ মন্দ লোকেরা তাদের প্রতিবেশীর জমির সীমাচিহ্ন সরিয়ে দেয়,
অন্যের মেষপাল নিজেদের চারণভূমিতে* নিয়ে চলে যায়।
৩ তারা অনাথ ছেলে-মেয়েদের গাধা কেড়ে নেয়,*
জোর করে বিধবার ষাঁড় বন্ধক হিসেবে নিয়ে নেয়।
৪ তারা গরিব লোকদের পথ ছাড়তে বাধ্য করে,
সেই অসহায় লোকেরা তাদের কাছ থেকে লুকিয়ে বেড়ায়।
৫ তারা প্রান্তরের বুনো গাধার মতো খাবার খুঁজে বেড়ায়,
তারা তাদের সন্তানদের জন্য মরুভূমিতে খাবার খুঁজে বেড়ায়।
৬ তাদের অন্যদের খেতে গিয়ে ফসল কাটতে হয়*
এবং মন্দ লোকদের খেত থেকে আঙুর কুড়োতে হয়।
৭ তাদের কাছে পোশাক-আশাক নেই, সারারাত তাদের উলঙ্গ অবস্থায় কাটাতে হয়,
ঠাণ্ডায় গায়ে দেওয়ার মতো তাদের কাছে কিছুই নেই।
৮ তারা পর্বতে হওয়া বৃষ্টিতে ভিজে যায়,
আশ্রয় না পেয়ে তারা শৈলকে জড়িয়ে ধরে।
৯ অনাথ সন্তানকে তার মায়ের বুক থেকে কেড়ে নেওয়া হয়,
গরিব লোকদের পোশাক পর্যন্ত বন্ধক হিসেবে নিয়ে নেওয়া হয়।
১০ তারা উলঙ্গ অবস্থায় ঘুরে বেড়াতে বাধ্য হয়,
তারা শস্যের আঁটি বয়ে নিয়ে যায়, কিন্তু নিজেরা খিদের জ্বালায় কষ্ট পায়।
১১ তারা খেতে* পাথরের প্রাচীরের মাঝে কড়া রোদে পরিশ্রম করে,*
তারা আঙুর পিষে রস বের করে, কিন্তু নিজেরা তৃষ্ণার্ত থাকে।
১২ পুরো নগরে মৃতপ্রায় লোকদের আর্তনাদ শোনা যাচ্ছে,
মারাত্মকভাবে আহত লোকেরা সাহায্যের জন্য চিৎকার করছে,
কিন্তু ঈশ্বরের উপর এটার কোনো প্রভাব পড়ে না।*
১৩ এমন লোকও আছে, যারা আলোকে ঘৃণা করে,
সেটার পথকে প্রত্যাখ্যান করে
এবং সেটার পথে চলতে চায় না।
১৪ খুনি ভোর বেলায় উঠে পড়ে
এবং গরিব ও অসহায় লোকদের খুন করে
আর রাতের বেলায় সে চুরি করে।
১৫ ব্যভিচারী সন্ধ্যা হওয়ার অপেক্ষায় থাকে।
সে বলে, ‘আমাকে কেউ দেখতে পাবে না!’
আর সে নিজের মুখ ঢেকে নেয়।
১৬ অন্ধকার হতেই চোর বাড়িতে সিঁধ কাটে
আর সূর্য উঠতে না উঠতেই তারা লুকিয়ে পড়ে।
তারা আলোকে জানেই না।
১৭ মন্দ লোকদের কাছে সকালের আলো গাঢ় অন্ধকারের মতোই,
তাদের বন্ধুত্ব সেই গাঢ় অন্ধকারের সঙ্গে, যেটাকে অন্যেরা ভয় পায়।
১৮ কিন্তু, তারা জলের স্রোতে ভেসে যাবে,
তাদের জমি অভিশপ্ত হয়ে পড়বে,
তারা নিজেদের আঙুরের খেতে আর কখনো ফিরে আসবে না।
১৯ ঠিক যেভাবে প্রচণ্ড তাপ এবং খরা বরফ গলা জলকে শুকিয়ে ফেলে,
তেমনই কবর* পাপী লোকদের গিলে ফেলে।
২০ তার মা* তাকে ভুলে যাবে, সে পোকাদের ভোজে পরিণত হবে,
তাকে আর কেউ মনে রাখবে না।
মন্দ ব্যক্তি গাছের মতোই ভেঙে পড়ে যাবে।
২১ সে বন্ধ্যাকে নিজের শিকারে পরিণত করে,
বিধবার সঙ্গে খারাপ আচরণ করে।
২২ ঈশ্বর* নিজের শক্তি ব্যবহার করে এইরকম অত্যাচারীদের শেষ করে দেবেন।
তারা যত উপরেই উঠুক না কেন, তাদের জীবনের কোনো নিশ্চয়তা থাকবে না।
২৪ তারা কিছু সময়ের জন্য বৃদ্ধি পায়, কিন্তু পরে নেতিয়ে যায়,
তাদের অন্য লোকদের মতোই শেষ করে দেওয়া হয়,
শস্যের শিষের মতোই কেটে ফেলা হয়।
২৫ এখন বলো, কে আমাকে মিথ্যাবাদী প্রমাণ করতে পারে?
কে আমার কথাকে ভুল বলে প্রমাণ করতে পারে?”