গান ৪৬
যিহোবা আমাদের রাজা!
১. ক-রো আ-নন্-দে যাঃ-য়ের গৌ-রব,
ক-রে আ-কাশ তাঁর ধার্-মি-ক-তার প্র-চার।
এ-সো মো-রা স-বাই, তাঁর প্র-শং-সা গান গাই,
ক-রি ধ্যান সব কর্-ম যি-হো-বার।
(কোরাস)
হোক প্র-ফুল্-ল আ-কাশ, হোক প্র-ফুল্-ল ভু-বন,
যি-হো-বা এ-খন মো-দের রা-জন!
হোক প্র-ফুল্-ল আ-কাশ, হোক প্র-ফুল্-ল ভু-বন,
যি-হো-বা এ-খন মো-দের রা-জন!
২. ক-রো সব জা-তির কা-ছে প্র-চার;
তাঁর প-রি-ত্রা-ণের বার্-তা জা-নাও নি-ত্য।
তি-নি ম-হান রা-জা; পান স-কল প্র-শং-সা।
তাঁর সাম-নে মো-রা হই যে ন-ত।
(কোরাস)
হোক প্র-ফুল্-ল আ-কাশ, হোক প্র-ফুল্-ল ভু-বন,
যি-হো-বা এ-খন মো-দের রা-জন!
হোক প্র-ফুল্-ল আ-কাশ, হোক প্র-ফুল্-ল ভু-বন,
যি-হো-বা এ-খন মো-দের রা-জন!
৩. কর-ছে তাঁর ধার্-মিক শা-সন বি-রাজ।
সিং-হা-স-নে আ-সীন পু-ত্র যি-হো-বার।
সব দেব হোক লজ্-জি-ত, তাঁর সাম-নে হোক ন-ত,
যো-গ্য যে তি-নি সব প্র-শং-সার।
(কোরাস)
হোক প্র-ফুল্-ল আ-কাশ, হোক প্র-ফুল্-ল ভু-বন,
যি-হো-বা এ-খন মো-দের রা-জন!
হোক প্র-ফুল্-ল আ-কাশ, হোক প্র-ফুল্-ল ভু-বন,
যি-হো-বা এ-খন মো-দের রা-জন!
(আরও দেখুন, ১ বংশা. ১৬:৯; গীত. ৬৮:২০; ৯৭:৬, ৭.)