“এটি প্রাপ্তিসাধ্য সর্বোত্তম ইন্টারলিনিয়ার নিউ টেস্টামেন্ট”
এভাবেই ডা: জেসন বিদুন গ্রীক শাস্ত্রের কিংডম ইন্টারলিনিয়ার অনুবাদ-কে বর্ণনা করেন। তিনি ব্যাখ্যা করেন:
“আমি সবেমাত্র [আমেরিকা যুক্তরাষ্ট্র] ব্লোমিংটনে, ইনডিয়ানা বিশ্ববিদ্যালয়ের ধর্মীয় শিক্ষা বিভাগে একটি শিক্ষাদান পর্ব শেষ করেছি। . . . এটি প্রধানত সুসমাচার পুস্তকগুলি থেকে একটি শিক্ষাপর্ব। আপনাদের সাহায্য গ্রীক শাস্ত্রের কিংডম ইন্টারলিনিয়ার অনুবাদ (ইংরাজি) এর প্রতিলিপির আকারে এসেছে, যেগুলি আমার ছাত্রেরা শ্রেণীর পাঠ্যপুস্তক হিসাবে ব্যবহার করেছিল। এই ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডগুলি শিক্ষাপর্বের জন্য অমূল্য ছিল এবং আমার ছাত্রদের কাছে খুবই প্রিয় ছিল।”
ডা: বিদুন কেন কিংডম ইন্টারলিনিয়ার অনুবাদ তার কলেজ শিক্ষাপর্বগুলিতে ব্যবহার করেন? তিনি উত্তর দেন: “সহজভাবে বলতে গেলে, এটি প্রাপ্তিসাধ্য সর্বোত্তম ইন্টারলিনিয়ার নিউ টেস্টামেন্ট। আমি বাইবেলের একজন প্রশিক্ষণপ্রাপ্ত পণ্ডিত ব্যক্তি, আধুনিক বাইবেল সম্বন্ধীয় শিক্ষায় ব্যবহৃত পাঠ্যাংশ এবং তথ্য নির্দেশকগুলির সাথে আমি পরিচিত, এই প্রসঙ্গে উল্লেখ্য যে আমি যিহোবার সাক্ষীদের সদস্য নই। কিন্তু আমি যখন কোন প্রকাশনা দেখি এর গুণগত মান বুঝতে পারি আর আপনাদের ‘নতুন জগৎ বাইবেল অনুবাদ কমিটি’ উত্তমভাবে তাদের কাজটি করেছেন। আপনাদের ইন্টারলিনিয়ার ইংরাজি অনুবাদ এতটাই সঠিক এবং সংগতিপূর্ণ, যা পাঠককে গ্রীক-ভাষী লোকেদের এবং আমাদের নিজেদের ভাষার মধ্যে ভাষাগত, সংস্কৃতিগত ও ধারণাগত ব্যবধানগুলি মেনে নিতে বাধ্য করে। আপনাদের ‘নতুন জগৎ অনুবাদ’ (ইংরাজি) উচ্চ গুণগত মানসম্পন্ন আক্ষরিক অনুবাদ, যা গ্রীক ভাষার প্রতি বিশ্বস্ত থেকে পরম্পরাগত ইচ্ছাকৃত ভ্রান্ত অনুবাদকে পরিহার করে। বর্তমানে ব্যবহৃত সর্বাধিক সফল অনুবাদগুলির চেয়ে এটি বহু দিক দিয়ে উৎকৃষ্ট।”
ঈশ্বরের বাক্যের প্রেমিকদের বাইবেলের মূল গ্রীক পাঠ্যাংশের সাথে পরিচিত হতে সাহায্য করার জন্য, যিহোবার সাক্ষীদের দ্বারা গ্রীক শাস্ত্রের কিংডম ইন্টারলিনিয়ার অনুবাদ প্রকাশিত হয়েছে। এটি (বি. এফ. ওয়েস্টকট এবং এফ. জে. এ. হর্ট কর্তৃক সংকলিত) মূল গ্রীক ভাষার নতুন নিয়ম (ইংরাজি)-কে পৃষ্ঠার বাম দিকে সূচিবদ্ধ করে। গ্রীক পাঠ্যাংশের পঙ্ক্তিগুলির নিচে প্রত্যেক শব্দের আক্ষরিক ইংরাজি অনুবাদ দেখা যায়। ডান পাশে সরু কলামে রয়েছে পবিত্র শাস্ত্রের নতুন জগৎ অনুবাদ যা আপনাকে ইন্টারলিনিয়ার অনুবাদকে বাইবেলের আধুনিক ইংরাজি অনুবাদের সাথে তুলনা করতে সুবিধা করে দেয়।