“আমার স্ত্রীর তুলনা হয় না”
যিহোবার সাক্ষিদের প্রায়ই দোষ দেওয়া হয় যে তারা পরিবারে ভাঙন নিয়ে আসেন। কিন্তু, সেই অসংখ্য সুখী পরিবারগুলো এই অভিযোগকে মিথ্যে করে দেয় যেখানে স্বামী বা স্ত্রীর মধ্যে শুধু একজন যিহোবার সাক্ষি। সত্যি বিষয় এটাই যে বাইবেলের নীতিগুলো মেনে চললে পরিবারে ভাঙন নয় বরং পারিবারিক জীবন আরও সুখের হয়ে ওঠে, যেমন একটা ফরাসি খবরের কাগজে ছাপা নিচের এই চিঠিটা দেখায়।
“আজ বিয়ের প্রায় ২৮ বছর পরও আমি বলব যে আমার স্ত্রীর তুলনা হয় না কারণ সে একজন যিহোবার সাক্ষি। আমার পাঁচজন সন্তান আছে আর এদের মধ্যে দুজন তার পেটের সন্তান নয় কিন্তু সে কখনও তাদের সঙ্গে সৎ মায়ের মতো ব্যবহার করেনি, নিজের সন্তানের মতোই তাদেরকে ভালবেসেছে ও মানুষ করে তুলেছে। আজ আমি একটা কোম্পানির পরিচালক আর আমার কোম্পানিতে ৪৫ জন কর্মচারী কাজ করেন। আমি আপনাদের কাছে জোর গলায় বলতে পারি যে আমার এই সাফল্যেও তার বিরাট অবদান আছে। আর তাই আমি যখন খবরের কাগজে পড়ি যে যিহোবার সাক্ষিদেরকে লোটাগেরন এলাকার জন্য ভীতিজনক বলে উল্লেখ করা হয়েছে তখন এই ভুল ধারণা ভেঙে দেওয়ার জন্য আপনাদের কাছে সত্যি বিষয়টা জানানোই আমি ঠিক মনে করি।”
চিঠিটাতে আরও লেখা হয়েছিল: “তারা ধূমপান কিংবা মাতলামি করেন না। এটাকে কি একটা ভয়ের কারণ বলে মনে হয়? তারা এমন খ্রীষ্টান যারা সহনশীল ও যারা তাদের নিজেদের নিয়ম-কানুন অন্যদের ওপর চাপিয়ে দেন না। তাছাড়াও, অনেক ব্যাপারে তারা উদাহরণযোগ্য। . . . তারা কোন অর্থনৈতিক বদনামে অথবা মাদক দ্রব্যের কারবারে জড়িত হন না। তারা বৈরাগী নন বা জগৎ থেকে আলাদা থাকার জন্য তারা কোন শপথ নেননি। আমি আপনাদের বলব তারা আমাদের মতো সাধারণ মানুষ।. . .
“এখন আপনারা হয়তো আমায় জিজ্ঞাসা করতে পারেন: তাহলে আপনি নিজে কেন একজন যিহোবার সাক্ষি হননি? কারণ, এর জন্য খ্রীষ্টীয় বিশ্বাস ও শুদ্ধ নৈতিক আচার আচরণ প্রয়োজন আর এইগুলো এত সহজে অর্জন করা যায় না।”