“ঈশ্বরের রাজ্যে তোমার সঙ্গে দেখা হবে”
“প্রিয় বন্ধু রুপার্ট, আজকে আমার মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আমার জন্য দুঃখ করো না। তোমার ও বাড়ির সকলের প্রতি আমার ভালবাসা রইল। ঈশ্বরের রাজ্যে তোমার সঙ্গে দেখা হবে।”
নাৎসি সৈন্যদের দ্বারা ১৯৪২ সালের ৮ই জুন গুলিবিদ্ধ হওয়ার কিছুক্ষণ আগে ফ্রান্টস্ ড্রজ এই কথাগুলো লিখেছিলেন। কেন তাকে হত্যা করা হয়েছিল?
স্লোভিনিয়া, মারিবরের মিউজিয়াম অফ ন্যাশনাল লিবারেসনের রেকর্ড অনুসারে, ৩৮ বছর বয়সী এই কর্মকার জার্মান অধ্যুষিত স্লোভিনিয়ায় ভ্যারমানসাফ্ট নামে এক জার্মান আধা-সামরিক সৈন্যদলে যোগ দিতে অস্বীকার করেছিলেন। তিনি ছিলেন একজন বিবেলফোরশের অথবা বাইবেল ছাত্র। যিহোবার সাক্ষিরা সেই সময় ওই অঞ্চলে এই নামে পরিচিত ছিলেন। যিশাইয় ২:৪ পদের সঙ্গে মিল রেখে নাৎসি যুদ্ধ প্রচেষ্টাকে সমর্থন না করে তিনি নিজেকে ঈশ্বরের রাজ্যের একজন প্রজা বলে ঘোষণা করেন।—মথি ৬:৩৩.
ফ্রান্টস্ তার নিজের শহর টোয়েতে, ঈশ্বরের রাজ্যের একজন উদ্যোগী সুসমাচার ঘোষণাকারী বলে পরিচিত ছিলেন। (মথি ২৪:১৪) অনেক কষ্টের মধ্যে থাকা সত্ত্বেও, ১৯৪২ সালের মে মাসে গ্রেপ্তার হওয়ার আগে পর্যন্ত ক্ষান্ত না হয়ে তিনি সুসমাচার প্রচার করে চলেছিলেন।
স্লোভিনিয়ার অনেক যিহোবার সাক্ষি নাৎসিদের দ্বারা নিদারুণভাবে নির্যাতিত হয়েছিলেন। যাদেরকে হত্যা করা হয়েছিল তাদের মধ্যে ফ্রান্টস্ ছিলেন প্রথম ব্যক্তি, যাকে তার ধর্মীয় বিশ্বাসের জন্য হত্যা করা হয়েছিল। প্রথম শতাব্দীর খ্রীষ্টানদের মতো, তিনিও এই কথাগুলো থেকে শক্তি পেয়েছিলেন: “অনেক ক্লেশের মধ্য দিয়া আমাদিগকে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে হইবে।” (প্রেরিত ১৪:২২) স্বর্গীয় সরকার যে আসলে বাস্তব তা তিনি বিশ্বাস করতেন আর এর প্রমাণ তার এই শেষ কথাগুলো থেকে জানা গিয়েছিল, “ঈশ্বরের রাজ্যে তোমার সঙ্গে দেখা হবে।”
[৩২ পৃষ্ঠার চিত্র সৌজন্যে]
ফ্রান্টস্ ড্রজ: Photo Archive-Museum of National Liberation Maribor, Slovenia; চিঠি: Original kept in Museum of National Liberation Maribor, Slovenia