‘যিহোবার নামকে জানায়’
পৃথিবীব্যাপী, প্রহরীদুর্গ এবং এর সহকারী সচেতন থাক! পত্রিকা এদের আধ্যাত্মিক বিষয়বস্তু ও শিক্ষামূলক মানের জন্য যথেষ্ট প্রশংসিত হয়। এই বিষয়টা প্রকাশ করে, ফ্রান্সের একজন পাঠিকা সম্প্রতি নিচের চিঠিটা লিখেছিল:
“আমি মূলত আফ্রিকা থেকে আসা স্বল্প শিক্ষিত একজন যুবতী। অল্প দিন হল আমি আপনাদের পত্রিকাগুলো পড়তে শুরু করেছি। বিভিন্ন বিষয়ের দ্বারা আকৃষ্ট হয়ে আমি পড়ার গুরুত্ব খুঁজে পাচ্ছি। আপনাদের পত্রিকাগুলোর কল্যাণে আমার শব্দভাণ্ডার সমৃদ্ধ হয়েছে আর অল্প কিছু ভুল করা ছাড়াই চিঠি লিখতে পারি।
“আমি খুবই অবাক হই যে আপনারা মানুষ, পৃথিবী গ্রহ এবং সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্কযুক্ত বিষয়সহ সমস্ত বিষয়ই প্রকাশ করে থাকেন। এই প্রবন্ধগুলো এতটাই স্পষ্ট যে, এগুলো একজন ব্যক্তিকে অতি উৎসুক একজন পাঠক বা পাঠিকা করে তোলে। কোনো ব্যক্তিরই একই সময়ে সব ধরনের লোককে শিক্ষা দেওয়ার ক্ষমতা নেই।
“এ ছাড়া, আমি আরও অবাক হই যখন আমি দেখি যে, এর কোনোকিছুই ব্যবসায়িক উদ্দেশ্যে নয় বরং শুধুমাত্র যিহোবার নামকে জানানোর জন্য করা হয়ে থাকে। আমি জানি যে, আপনাদের তাঁর অনুমোদন রয়েছে আর আমি আপনাদের ধন্যবাদ জানাই। শিক্ষা দেওয়ার জন্য দয়া করে সৃষ্টিকর্তার কাছ থেকে সবসময় শক্তি লাভ করুন।”
যিহোবার সাক্ষিরা বর্তমানে দ্বীপ ও দেশ মিলিয়ে ২৩৫টা জায়গায় তাদের বাইবেলের শিক্ষামূলক কাজ করে চলেছে। প্রহরীদুর্গ পত্রিকা ১৪৮টা ভাষায় এবং সচেতন থাক! পত্রিকা ৮৭টা ভাষায় ছাপানো হয়। এই পত্রিকাগুলো কোনো মানুষের প্রশংসা করার জন্য ছাপানো হয় না। এগুলোর মধ্যে পাওয়া বাইবেলভিত্তিক পরামর্শ এবং চলতি তথ্য সৃষ্টিকর্তার সম্মানার্থে প্রস্তুত করা হয়, যিনি বলেন: “আমি সদাপ্রভু . . . তোমার উপকারজনক শিক্ষা দান করি।” (যিশাইয় ৪৮:১৭) হাতের কাছে পাওয়া এই বাইবেল অধ্যয়ন সহায়কগুলোর সাহায্যে নিয়মিত পবিত্র শাস্ত্র পড়ার মাধ্যমে আপনি যেন উপকৃত হন।