মেসিডোনিয়ায় একটা প্রয়োজন মেটানো
“পার হইয়া মাকিদনিয়াতে আসিয়া আমাদের উপকার করুন।” (প্রেরিত ১৬:৯) প্রেরিত পৌলের কাছে এক দর্শনে আবির্ভূত একজন ব্যক্তির বলা এই কথাগুলো, ঈশ্বরের রাজ্যের সুসমাচার এক নতুন এলাকায়, সেই শহর যেগুলো এখন গ্রিসে রয়েছে সেগুলোতে ঘোষণা করার প্রয়োজনীয়তাকে প্রকাশ করেছিল। আজকের দিন সম্বন্ধে কী বলা যায়?
বর্তমানে, মাকিদনিয়া বা মেসিডোনিয়ায় প্রতি ১,৮৪০ জন অধিবাসীর জন্য মাত্র ১ জন যিহোবার সাক্ষি রয়েছে। অনেক লোক যিহোবা ঈশ্বর সম্বন্ধে কখনোই শোনেনি। হ্যাঁ, এই দেশের লোকেদের শান্তির বার্তা শোনার এক জরুরি প্রয়োজন রয়েছে।—মথি ২৪:১৪.
ঈশ্বর সেই প্রয়োজন মেটানোর পথ খুলে দিয়েছেন। ২০০৩ সালের নভেম্বর মাসের একদিন স্কোপিয়েতে যিহোবার সাক্ষিদের মেসিডোনিয়া অফিসে একটা অপ্রত্যাশিত ফোন আসে। সেই ফোনটা ছিল মেসিডোনিয়া সেন্টার ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন থেকে, যারা সাক্ষিদেরকে ২০শে নভেম্বর থেকে অনুষ্ঠিতব্য তিন দিনের এক মেলায় একটা দোকান খুলতে আমন্ত্রণ জানিয়েছিল, যাতে তারা সেখানে তাদের বিশ্বাস সম্বন্ধে ব্যাখ্যা করার জন্য কিছু প্রদর্শন করতে পারে। রাজ্যের সুসমাচার শোনেনি এমন শত শত লোকের কাছে পৌঁছানোর জন্য কী এক অপূর্ব সুযোগই না ছিল!
স্বেচ্ছাসেবকরা মেসিডোনীয় ভাষায় যিহোবার সাক্ষিদের বিভিন্ন প্রকাশনা প্রদর্শন করার জন্য প্রস্তুতি নিতে ও ব্যবস্থা করতে খুবই পরিশ্রম করেছিল। এই সাহিত্যের নমুনা প্রদর্শন করা হয়েছিল, যাতে সেখানে আসা দর্শনার্থীরা চাইলে কপিগুলো নিয়ে যেতে পারে। এই প্রদর্শন অনেককে বিনামূল্যে সতেজতাদায়ক আধ্যাত্মিক জল পাওয়ার সুযোগ করে দিয়েছিল।—প্রকাশিত বাক্য ২২:১৭.
সেখানে আসা দর্শনার্থীরা বিশেষ করে সেই প্রকাশনাগুলো চেয়েছিল, যা তাদের জীবনকে প্রভাবিত করে যেমন যুবক-যুবতীদের জিজ্ঞাস্য যে উত্তরগুলো কাজ করে (ইংরেজি) এবং পারিবারিক সুখের রহস্য (ইংরেজি)।* আটানব্বই জন তাদের ঠিকানা রেখে গিয়েছিল এই বলে যে, যিহোবার সাক্ষিরা যেন তাদের সঙ্গে সাক্ষাৎ করে। যিহোবার সাক্ষিদের উত্তম কাজ এবং সাহিত্যের গুণগত মান সম্বন্ধে অনেকে প্রশংসনীয় মন্তব্য করেছিল।
একজন ব্যক্তি তার ছোট্ট ছেলের হাত ধরে দোকানে আসেন। বাবা জিজ্ঞেস করেন যে, বাচ্চাদের জন্য কোনো প্রকাশনা রয়েছে কি না। সাক্ষিরা তাকে আমার বাইবেলের গল্পের* বই প্রকাশনাটি দেখিয়েছিল। তিনি সেটির ওপর চোখ বোলান এবং উল্লাসিত হয়ে দাম জিজ্ঞেস করেন। তিনি যখন জানতে পারেন যে, যিহোবার সাক্ষিদের শিক্ষামূলক কাজ স্বেচ্ছাকৃত দান দ্বারা চলে, তখন তিনি আরও বেশি উল্লাসিত হয়ে ওঠেন। (মথি ১০:৮) তিনি তার ছেলেকে বইটি দেখান ও বলেন: “কী সুন্দর একটি বই! বাবা, তোমাকে প্রতিদিন এখান থেকে একটা করে গল্প শোনাবে!”
দর্শনশাস্ত্রের একজন অধ্যাপক সেই দোকানে এসেছিলেন। তিনি সমস্ত ধর্মের প্রতি, তবে বিশেষ করে যিহোবার সাক্ষিদের বিশ্বাস সম্বন্ধে বেশি আগ্রহী ছিলেন। ঈশ্বরের জন্য মানবজাতির অন্বেষণ* (ইংরেজি) বইটির ওপর চোখ বোলানোর সময় সেই অধ্যাপক বলেছিলেন: “সত্যিই, যুক্তিযুক্তভাবে উপস্থাপিত বিষয়! ঠিক সেভাবেই বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে যেমনটা হওয়া উচিত বলে আমি মনে করি।” পরে, তার স্কুল থেকে কিছু ছাত্র সেই দোকানে এসেছিল এবং তারা সেই বইয়ের তাদের নিজস্ব কপি চেয়েছিল, যা অধ্যক্ষ নিয়ে গিয়েছিলেন। তারাও ঠিক সেই বইটি পড়তে চেয়েছিল। তারা ভেবেছিল যে, সেই শিক্ষক তার ক্লাসে সেই বই থেকে আলোচনা করবেন।
এই প্রদর্শনীর মাধ্যমে কিছু লোক এই প্রথমবারের মতো শাস্ত্রীয় সত্যের সংস্পর্শে এসেছিল। বধির কিশোর-কিশোরীদের একটা দল সেখানে ঘুরতে এসেছিল। একজন সাক্ষি তাদের সামনে একটা ছোট্ট বক্তৃতা দিয়েছিলেন, যেটাকে একটি মেয়ে সাংকেতিক ভাষায় অনুবাদ করেছিলেন। সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেনa বইয়ে পাওয়া ছবিগুলো ব্যবহার করে তিনি ব্যাখ্যা করেছিলেন যে, যিশু রোগীদের সুস্থ করেছিলেন, যাদের মধ্যে বধিররাও ছিল। তারা বাইবেলের এই প্রতিজ্ঞা “শুনে” আনন্দিত হয়েছিল যে, খুব শীঘ্রই আমাদের দিনে পৃথিবীতে বসবাসকারী লোকেদের জন্যও যিশু একই কাজ করবেন। তাদের মধ্যে বেশ কয়েক জন বাইবেলভিত্তিক সাহিত্য খুশিমনে গ্রহণ করেছিল এবং তাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য এমন একজন সাক্ষির ব্যবস্থা করা হয়েছিল, যিনি সাংকেতিক ভাষা জানেন।
মেসিডোনীয় ভাষা ছাড়া, আলবেনীয়, ইংরেজি ও তুর্কি ভাষাতেও সাহিত্য পাওয়া গিয়েছিল। একজন ব্যক্তি যিনি মেসিডোনীয় ভাষা জানতেন না তিনি ইংরেজি ভাষায় কিছু সাহিত্য চেয়েছিলেন। প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকার সংখ্যাগুলো পাওয়ার পর তিনি উল্লেখ করেছিলেন যে, তিনি তুর্কি ভাষায় কথা বলেন। তাকে যখন তার নিজস্ব ভাষার সাহিত্য দেখানো হয়েছিল, তখন তিনি খুব আশ্চর্য হয়ে গিয়েছিলেন! তিনি বুঝতে পেরেছিলেন যে, যিহোবার সাক্ষিরা সবাইকে সাহায্য করতে চায়।
এই উপলক্ষ্যে কী উত্তম সাক্ষ্যই না দেওয়া গিয়েছিল আর বাইবেলের সত্যের প্রতি এত এত লোককে আগ্রহী হতে দেখা কতই না উৎসাহজনক! হ্যাঁ, মেসিডোনিয়ায় রাজ্যের সুসমাচার আরও বেশি করে ছড়িয়ে দেওয়ার জন্য যিহোবা পথ খুলে দিয়েছিলেন।
[পাদটীকা]
a সমস্তই যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত।
[৯ পৃষ্ঠার বাক্স/চিত্রগুলো]
এক গুরুত্বপূর্ণ ঘটনা
২০০৩ সালের ১৭ই মে এমন এক ঘটনা ঘটেছিল, যা ঈশ্বরের রাজ্যের সুসমাচার ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টায় এক বিরাট ধাপ ছিল। স্কোপিয়েতে যিহোবার সাক্ষিদের একটা নতুন অফিস উৎসর্গীকরণ করা হয়েছিল। দুই বছর ধরে নির্মাণ কাজ চলেছিল, যার ফলে আগের অফিসের চেয়ে এটাকে চারগুণ বড় করা হয়েছিল।
আলাদা আলাদা তিনটে বিল্ডিং রয়েছে, যেটাতে আ্যডমিনিস্ট্রেশন এবং ট্র্যান্সলেশন অফিস ও সেইসঙ্গে বাসগৃহ, একটা রান্নাঘর এবং একটা লন্ড্রিও আছে। যিহোবার সাক্ষিদের পরিচালক গোষ্ঠীর একজন সদস্য গায় পিয়ার্স উৎসর্গীকরণ বক্তৃতা দেওয়ার জন্য উপস্থিত ছিলেন। দশটা দেশ থেকে অতিথিরা উৎসর্গীকরণ কার্যক্রমে উপস্থিত ছিল। সেই সুন্দর নতুন বিল্ডিংগুলো দেখে সবাই রোমাঞ্চিত হয়েছিল।
[৮, ৯ পৃষ্ঠার মানচিত্র]
(পুরোপুরি ফরম্যাট করা টেক্সটের জন্য এই প্রকাশনা দেখুন)
বুলগেরিয়া
মেসিডোনিয়া
স্কোপিয়ে
আলবানিয়া
গ্রিস
[৮ পৃষ্ঠার চিত্র]
স্কোপিয়ে, মেসিডোনিয়া