ঈশ্বরের নিকটবর্তী হোন
এক অতুলনীয় পিতা
“পিতঃ।” অল্প কিছু শব্দই মানুষের মধ্যে গভীর আবেগঅনুভূতি জাগিয়ে তোলে। একজন পিতা, যিনি তার সন্তানদের সত্যিই ভালবাসেন, তিনি তাদেরকে সাফল্য লাভ করতে সাহায্য করেন। তাই উপযুক্ত কারণেই, বাইবেল যিহোবা ঈশ্বরকে “পিতঃ” বলে উল্লেখ করে।a (মথি ৬:৯) যিহোবা কী ধরনের পিতা? এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য, আসুন আমরা যিশুর বাপ্তিস্মের সময় যিশুর উদ্দেশে বলা যিহোবার কথাগুলো পরীক্ষা করে দেখি। আসলে, একজন পিতা তার সন্তানদের সঙ্গে যেভাবে কথা বলেন, সেটা তিনি কী ধরনের পিতা সেই বিষয়ে অনেক কিছু প্রকাশ করে।
সাধারণ কাল প্রায় ২৯ সালের অক্টোবর মাসের দিকে, যিশু বাপ্তিস্ম নেওয়ার জন্য যর্দন নদীতে গিয়েছিলেন। সেই সময়ে কী ঘটেছিল, বাইবেল তা জানায়: “পরে যীশু বাপ্তাইজিত হইয়া অমনি জল হইতে উঠিলেন; আর দেখ, তাঁহার নিমিত্ত স্বর্গ খুলিয়া গেল, এবং তিনি ঈশ্বরের আত্মাকে কপোতের ন্যায় নামিয়া আপনার উপরে আসিতে দেখিলেন। আর দেখ, স্বর্গ হইতে এই বাণী হইল, ‘ইনিই আমার প্রিয় পুত্ত্র, ইঁহাতেই আমি প্রীত।’”b (মথি ৩:১৬, ১৭) স্বয়ং যিহোবার বলা ওই স্নেহপূর্ণ কথাগুলো, তিনি কী ধরনের পিতা সেই সম্বন্ধে আমাদের অনেক কিছু জানায়। যিহোবা তাঁর পুত্রের উদ্দেশে যে-তিনটে বিষয় বলেছিলেন, সেগুলো লক্ষ করুন।
প্রথমত, “ইনি আমার প্রিয় পুত্ত্র” এই কথাগুলো বলার দ্বারা মূলত যিহোবা বলছিলেন যে, ‘তোমার পিতা হতে পেরে আমি গর্বিত।’ স্বীকৃতি ও মনোযোগ লাভের জন্য তার সন্তানদের যে-তীব্র আকাঙ্ক্ষা রয়েছে, তা একজন বিচক্ষণ পিতা পূরণ করে থাকেন। সন্তানদের এই আশ্বাস লাভ করার প্রয়োজন রয়েছে যে, তাদেরকে পরিবারের স্বতন্ত্র সদস্য হিসেবে মূল্য দেওয়া হয়ে থাকে। তাঁর পিতার কাছ থেকে এই স্বীকৃতি পাওয়া, যিশুর—এমনকি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির—কাছে কী অর্থ রেখেছিল, তা একটু কল্পনা করুন!
দ্বিতীয়ত, তাঁর পুত্রকে “প্রিয়” হিসেবে উল্লেখ করার মাধ্যমে যিহোবা যিশুর জন্য তাঁর প্রেমকে খোলাখুলিভাবে প্রকাশ করেছিলেন। এক অর্থে, পিতা বলছিলেন যে, ‘আমি তোমাকে ভালবাসি।’ একজন উত্তম পিতা তার সন্তানদের বলেন যে, তিনি তাদেরকে খুবই ভালবাসেন। এই ধরনের কথা—সেইসঙ্গে উপযুক্ত স্নেহ—সন্তানদেরকে বিকশিত হতে সাহায্য করে। তাঁর পিতার কণ্ঠে তাঁর জন্য ভালবাসার অভিব্যক্তি প্রকাশ করতে শোনা নিশ্চয়ই যিশুর হৃদয়কে কতই না স্পর্শ করেছিল!
তৃতীয়ত, “আমি প্রীত” এই কথাগুলো বলার দ্বারা যিহোবা তাঁর পুত্রের প্রতি তাঁর অনুমোদনকে প্রকাশ করেছিলেন। ঠিক যেন যিহোবা বলছিলেন, ‘বাবা, তুমি যা করেছ তাতে আমি সন্তুষ্ট।’ একজন প্রেমময় পিতা বিভিন্ন সুযোগ খুঁজে থাকেন, যেগুলোর মাধ্যমে তিনি তার সন্তানদেরকে জানাতে পারেন যে, তারা যে-উত্তম বিষয়গুলো বলে থাকে বা করে থাকে, সেগুলোর জন্য তিনি তাদের প্রতি সন্তুষ্ট। পিতামাতার অনুমোদন থেকে সন্তানরা শক্তি এবং সাহস লাভ করে। যিশুর ওপর যে তাঁর পিতার অনুমোদন রয়েছে তা শোনা নিশ্চয়ই তাঁকে উৎসাহিত করেছিল!
সত্যিই, যিহোবা হলেন এক অতুলনীয় পিতা। আপনার হৃদয় কি এমনই একজন পিতার জন্য আকাঙ্ক্ষা করে? যদি তা-ই করে থাকে, তাহলে আপনি এটা জেনে সান্ত্বনা পেতে পারেন যে, যিহোবার সঙ্গে সম্পর্ক স্থাপন করা সম্ভব। আপনি যদি বিশ্বাস সহকারে তাঁর সম্বন্ধে শেখেন এবং আন্তরিকভাবে তাঁর ইচ্ছা পালন করার চেষ্টা করেন, তাহলে তিনি সাড়া দেবেন। বাইবেল বলে: “ঈশ্বরের নিকটবর্ত্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্ত্তী হইবেন।” (যাকোব ৪:৮) সর্বোত্তম পিতা যিহোবা ঈশ্বরের সঙ্গে এক ঘনিষ্ঠ বন্ধন থাকার চেয়ে আর কী-ই বা আপনাকে আরও বেশি সুরক্ষিত বোধ করতে পরিচালিত করতে পারে? (w০৮ ১/১)
Footnotes
a যিহোবাকে পিতা বলা হয় কারণ তিনি হলেন সৃষ্টিকর্তা। যেহেতু যিশু ঈশ্বরের দ্বারা সৃষ্ট, তাই তাঁকে ঈশ্বরের পুত্র বলা হয়।
b লূকের সুসমাচারে উল্লেখিত সেই একই বিবরণ অনুসারে, যিহোবা ব্যক্তিগত সর্বনাম “তুমি” ব্যবহার করেছিলেন এবং এই বলেছিলেন: “তুমি আমার প্রিয় পুত্ত্র, তোমাতেই আমি প্রীত।”—লূক ৩:২২.