পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল
বাইবেল থেকে কোনো একটা বিষয় সম্বন্ধে পড়ার পর, সেটা নিয়ে যখন আমার কোনো প্রশ্ন থাকে অথবা কোনো ব্যক্তিগত সমস্যার ব্যাপারে আমার উপদেশের প্রয়োজন হয়, তখন আমার কী করা উচিত?
হিতোপদেশ ২:১-৫ পদের কথাগুলো আমাদের প্রত্যেককে এমনভাবে সুবিবেচনা বা বোধগম্যতা ও বুদ্ধি বা বিচক্ষণতা ‘অনুসন্ধান করিবার’ জোরালো পরামর্শ দেয়, যেন আমরা ‘গুপ্ত ধন’ খুঁজছি। এটা ইঙ্গিত দেয় যে, বাইবেল সম্বন্ধীয় প্রশ্নের উত্তর অনুসন্ধান করার এবং ব্যক্তিগত সমস্যাগুলোর সমাধান খোঁজার সময় আমাদের যথাসাধ্য করা উচিত। কীভাবে আমরা তা করতে পারি?
ঐশিক পরিচর্যা বিদ্যালয়ের শিক্ষা থেকে উপকার লাভ করুন (ইংরেজি) বইয়ের ৩৩ থেকে ৩৮ পৃষ্ঠা, ‘বিশ্বস্ত ও বুদ্ধিমান্ দাসের’ দ্বারা জোগানো হাতিয়ারগুলো ব্যবহার করার মাধ্যমে “যেভাবে গবেষণা করা যায়,” তা বিশ্লেষণ করে। (মথি ২৪:৪৫) ৩৬ পৃষ্ঠা ব্যাখ্যা করে যে, কীভাবে ওয়াচ টাওয়ার পাবলিকেশনস্ ইনডেক্স ব্যবহার করা যায়, যেটার প্রতিটি সংস্করণ বিষয়বস্তুর তালিকা এবং শাস্ত্রপদের তালিকা অনুযায়ী বিভক্ত। এটা মূল শব্দ অথবা বাইবেলের পদ দ্বারা অনুসন্ধান করা সম্ভবপর করে দিয়েছে, যার মাধ্যমে আপনি বিবেচনা করার জন্য তথ্যের একটা তালিকা বের করতে পারবেন। আপনার প্রয়োজন এমন নির্দিষ্ট উত্তর অথবা নির্দেশনা অনুসন্ধান করার ক্ষেত্রে ধৈর্য বজায় রাখুন। মনে রাখবেন যে, আপনি ‘গুপ্ত ধন’ খুঁজছেন, যেটার জন্য সময় ও প্রচেষ্টা প্রয়োজন।
অবশ্য, এমন বিষয়বস্তু এবং শাস্ত্রপদ রয়েছে, যেগুলো আমাদের প্রকাশনার মধ্যে নির্দিষ্টভাবে তুলে ধরা হয়নি। আর বাইবেলের একটা নির্দিষ্ট পদের ওপর যদিও আমাদের মন্তব্য রয়েছে কিন্তু আমরা হয়তো সেই নির্দিষ্ট প্রশ্ন নিয়ে আলোচনা করিনি, যা আপনার মনে রয়েছে। এ ছাড়া, বাইবেলের কিছু বিবরণ নিয়েও প্রশ্ন ওঠে কারণ শাস্ত্রে সমস্ত বিস্তারিত বিষয় ব্যাখ্যা করা হয়নি। তাই, আমরা উত্থাপিত প্রতিটা প্রশ্নের সরাসরি উত্তর খুঁজে পাই না। এইরকম ক্ষেত্রে, এমন বিষয়গুলো সম্বন্ধে আমাদের অনুমান করা এড়িয়ে চলা উচিত, যেগুলোর উত্তর প্রদান করা যেতে পারে না, নতুবা আমরা ‘ঈশ্বরের যে ধনাধ্যক্ষের কার্য্য বিশ্বাস সম্বন্ধীয়, তাহা উপস্থিত না করিয়া’ বরং ‘বিতণ্ডায়’ জড়িয়ে পড়ব। (১ তীম. ১:৪; ২ তীম. ২:২৩; তীত ৩:৯) কিংবা শাখা অফিস বা বিশ্বের প্রধান কার্যালয়, কোনোটাই সেইসমস্ত প্রশ্নের উত্তর বিশ্লেষণ করার ও উত্তর দেওয়ার মতো অবস্থানে নেই, যেগুলো আমাদের সাহিত্যাদিতে বিবেচনা করা হয়নি। আমরা পরিতৃপ্ত থাকতে পারি যে, আমাদেরকে জীবনের পথে নির্দেশনা দেওয়ার ব্যাপারে বাইবেলে যথেষ্ট তথ্য প্রদান করা হয়েছে কিন্তু সেইসঙ্গে আবার অনেক বিস্তারিত বিষয় বাদও দেওয়া হয়েছে, যা আমাদেরকে এটির ঐশিক গ্রন্থকারের প্রতি দৃঢ় বিশ্বাস বজায় রাখার সুযোগ প্রদান করে।—যিহোবার নিকটবর্তী হোন নামক বইয়ের ১৮৫ থেকে ১৮৬ পৃষ্ঠা দেখুন।
ব্যক্তিগতভাবে আপনাকে প্রভাবিত করে এমন কোনো একটা বিষয় অনুসন্ধান করার জন্য আপনি আপনার যথাসাধ্য করার পরও যদি প্রয়োজনীয় নির্দেশনা অথবা সমাধান খুঁজে না পান, তাহলে? এইরকম ক্ষেত্রে, স্বচ্ছন্দে একজন পরিপক্ব সহবিশ্বাসী, হতে পারে কোনো স্থানীয় প্রাচীনের কাছে যান। তাদের বাইবেল সম্বন্ধে যথেষ্ট জ্ঞান ও সেইসঙ্গে খ্রিস্টীয় জীবনধারা সম্বন্ধে অভিজ্ঞতা রয়েছে। তাদের ব্যবহারিক সাহায্য বিশেষভাবে সেই সময় উপযুক্ত হবে, যদি আপনার কোনো ব্যক্তিগত সমস্যা অথবা সিদ্ধান্তের ক্ষেত্রে পরামর্শের প্রয়োজন হয়ে থাকে কারণ তারা আপনাকে জানে এবং আপনার ও আপনার পরিস্থিতি সম্বন্ধে খুব ভালোভাবে অবগত আছে। আর যিহোবার কাছে আপনার চিন্তার বিষয়গুলো সম্বন্ধে নির্দিষ্টভাবে প্রার্থনা করতে এবং তাঁর পবিত্র আত্মার মাধ্যমে আপনার চিন্তাভাবনাকে পরিচালিত করতে কখনো ভুলে যাবেন না, ‘কেননা সদাপ্রভুই প্রজ্ঞা এবং বুদ্ধি’ বা বিচক্ষণতা “দান করেন।”—হিতো. ২:৬; লূক ১১:১৩.