পরিতৃপ্তিদায়ক এক জীবন—যেভাবে তা অর্জন করা যায় এর জন্য প্রস্তাবিত উপস্থাপনাগুলো
▪ “প্রতিদিন আমরা সকলে যে-সমস্যাগুলোর মুখোমুখি হই তার পরিপ্রেক্ষিতে, আপনি কি সত্যিকারের পরিতৃপ্তিদায়ক এক জীবন সম্ভব বলে মনে করেন? [উত্তরের জন্য সুযোগ দিন।] মথি ৫:৫ পদে এক বিজ্ঞ পরামর্শ পাওয়া যায়। [পড়ুন।] তা হলে কীভাবে আমরা এই মৃদুশীল গুণটি অর্জন করতে এবং আমাদের রাগকে দমন করতে পারি? এই প্রকাশনার ৯ পৃষ্ঠার ছবিটি এবং তার নিচে শিরোনামটি দেখুন।” এখন ৮ পৃষ্ঠার ১১ অনুচ্ছেদের প্রতি দৃষ্টি আকর্ষণ করান।
▪ “আপনি কি এই বিষয়ে একমত হবেন না যে, অনেক বাবামাই ক্ষতিকর প্রভাবগুলোর দ্বারা পূর্ণ এক জগতে তাদের সন্তানদের লালনপালন করার বিষয়ে চিন্তিত? [উত্তরের জন্য সুযোগ দিন।] এইরকম এক ক্ষতিকর পরিবেশ থেকে তাদের সন্তানদের রক্ষা করার জন্য বাবামারা কী করতে পারে?” হিতোপদেশ ২২:৬ পদ পড়ুন। এরপর ৫ পৃষ্ঠা খুলুন এবং ওপরের ছবিটি ও অনুচ্ছেদ ২ আলোচনা করুন।
▪ “আজকে, আমাদের মধ্যে অনেকেই শান্তি ও সুখ খুঁজে পাওয়ার জন্য কঠোরভাবে সংগ্রাম করে কিন্তু তবুও, সেটা অর্জন করতে কঠিন বোধ করে। কেন আপনি মনে করেন যে, এগুলো পাওয়া এত কঠিন? [উত্তরের জন্য সুযোগ দিন।] আজকে মানবজাতির অবস্থা সম্বন্ধে ইয়োব ১৪:১, ২ পদ কী বলে তা লক্ষ করুন। সত্যিকরে সুখী হতে কী আমাদের সাহায্য করতে পারে?” ২২ পৃষ্ঠার ২ অনুচ্ছেদের প্রতি দৃষ্টি আকর্ষণ করান এবং এই পৃষ্ঠার ছবিগুলো নিয়েও আলোচনা করুন।