ঘোষণাবলি
▪ সেপ্টেম্বর মাসের জন্য সাহিত্য অর্পণ: জ্ঞান বই ব্যবহার করা হবে। গৃহকর্তারা যদি বইটি না নেয়, তা হলে জেগে থাকুন! ব্রোশারটি তুলে ধরুন। অক্টোবর: প্রহরীদুর্গ এবং সচেতন থাক! উভয় পত্রিকার আলাদা আলাদা কপি অর্পণ করুন। যারা আগ্রহ দেখায়, তাদের কাছে চান ব্রোশারটি অর্পণ করুন। নভেম্বর: আমার বাইবেলের গল্পের বই অর্পণ করুন। গৃহকর্তারা যদি জানায় যে, তাদের কোনো সন্তান নেই, তা হলে জ্ঞান বই অথবা আপনি কি বাইবেল সম্বন্ধে আরও বেশি জানতে চান? ট্র্যাক্ট অর্পণ করুন। ডিসেম্বর: সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন বই অর্পণ করুন। নতুবা মণ্ডলীতে যদি মজুত থাকে, তা হলে বিকল্প অর্পণ হিসেবে, আমার বাইবেলের গল্পের বই অথবা আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন বই ব্যবহার করুন।
▪ শাখা অফিস প্রকাশকদের জন্য আলাদা করে সাহিত্য পাঠায় না। মণ্ডলীর মাসিক সাহিত্যের অর্ডার শাখা অফিসে পাঠানোর আগে পরিচালক অধ্যক্ষের প্রত্যেক মাসে তা ঘোষণা করার ব্যবস্থা করা উচিত, যাতে যারা সাহিত্যাদি নিতে চায়, তারা সকলে যে-ভাই সাহিত্য বিভাগ দেখাশোনা করেন, তাকে তা বলতে পারে। কোন প্রকাশনাগুলো বিশেষ আবেদনের বিষয়, দয়া করে তা মনে রাখুন।
▪ সমাজচ্যুত অথবা মেলামেশা বন্ধ করে দিয়েছে, এমন ব্যক্তিরা যারা আবার মণ্ডলীতে ফিরে আসতে চায়, তাদের সম্বন্ধে প্রাচীনদের মনে করিয়ে দেওয়া হচ্ছে যে, তারা যেন ১৯৯২ সালের ১লা ফেব্রুয়ারি প্রহরীদুর্গ পত্রিকার ১৭-১৯ পৃষ্ঠায় দেওয়া পরামর্শগুলো মেনে চলে।
▪ ২০০৬ সালের স্মরণার্থ মরসুমের জন্য জনসাধারণের উদ্দেশে বিশেষ বক্তৃতাটি ৩০শে এপ্রিল, রবিবার দেওয়া হবে।। বক্তৃতার বিষয়বস্তুটি পরে জানানো হবে। যে-মণ্ডলীগুলোতে সীমা অধ্যক্ষের পরিদর্শন বা সেই সপ্তাহের সাপ্তাহিক ছুটির দিনে কোনো সম্মেলন থাকবে, সেখানে পরের সপ্তাহে বিশেষ বক্তৃতাটি দেওয়া হবে। কোনো মণ্ডলীতেই ২০০৬ সালের ৩০শে এপ্রিল, রবিবারের আগে বিশেষ বক্তৃতাটি দেওয়া উচিত নয়।
▪ যেহেতু অক্টোবর মাসে পাঁচটা শনি-রবিবার আছে, তাই সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য এই মাসটা হবে অতি উত্তম।
▪ ২০০৬ সালের পরিচর্যা বছরে, সীমা অধ্যক্ষের মণ্ডলীগুলো পরিদর্শনের মাসে যারা সহায়ক অগ্রগামী হিসেবে সেবা করছে, তাদেরকে পরিদর্শনের সপ্তাহে অগ্রগামীদের সঙ্গে সভার প্রথম ভাগে যোগ দিতে সুযোগ দেওয়া হবে। যারা তা পারবে, তাদের সকলকে এই বিশেষ ব্যবস্থা থেকে উপকৃত হতে উৎসাহিত করা হচ্ছে।
▪ প্রত্যেকটা মণ্ডলীতে নতুন পরিচর্যা বছরে ব্যবহারের জন্য যথেষ্ট পরিমাণে বার্ষিক পরিচর্যা ফর্মগুলো পাঠানো হয়ে গিয়েছে। সচিবদের নিশ্চিত হওয়া উচিত যে, আবেদনকৃত পরিমাণ যেন পরের পরিচর্যা বছরের জন্য যথেষ্ট হয়। এই ফর্মগুলোর কোনো একটার যদি বাড়তি সরবরাহের প্রয়োজন হয়, তা হলে দয়া করে সঙ্গে সঙ্গে সেপ্টেম্বর মাসের আপনাদের সাহিত্য আবেদন এর সঙ্গে সেগুলোর জন্য আবেদন করুন।
▪ দয়া করে লক্ষ করুন যে, স্থায়ী মোক্তারনামা কার্ড (ডিউরেবাল পাওয়ার অফ এটোর্নি) (DPA) কার্ড অনির্ধারিত সময়ের জন্য বৈধ থাকবে এবং প্রতি বছর পুনর্নবীকরণের দরকার হবে না। এ ছাড়া, এটি বিশেষ কাগজে ছাপানো, এইভাবে বেশ কিছু বছর ধরে স্থায়ী থাকার জন্য তৈরি করা হয়েছে। তাই, DPA কার্ড এবং DPA কার্ডটা পূরণ করার নির্দেশাবলি (dpai) বার্ষিক ফর্মের সঙ্গে অন্তর্ভুক্ত করা হবে না। এই কার্ড কতখানি দরকার প্রত্যেকটা মণ্ডলীর তা নির্ধারণ করা এবং সাহিত্য অর্ডার ফর্ম (S-14) ব্যবহার করে এই কার্ডগুলোর জন্য আবেদন করা উচিত। সচিবদের নিশ্চিত হওয়া উচিত যে, সারা বছর ধরে মণ্ডলীতে DPA কার্ড এবং নির্দেশাবলির সরবরাহ সবসময়ে যথেষ্ট পরিমাণে মজুত রয়েছে আর এর সরবরাহ যাতে শেষ হয়ে না যায় তার জন্য আগে থেকে সেগুলোর জন্য আবেদন করা উচিত। DPA কার্ড শুধু ইংরেজিতেই পাওয়া যাচ্ছে, যদিও (dpai) নির্দেশনাবলি ইংরেজি, কান্নাড়া, তামিল, তেলুগু, মালায়ালাম ও হিন্দিতে পাওয়া যাচ্ছে।
▪ নতুন সিডি-রম পাওয়া যাচ্ছে:
ওয়াচটাওয়ার লাইব্রেরি—২০০৪ এডিশন —ইংরেজি।
দয়া করে মনে রাখবেন যে, এটা জনসাধারণ্যে বিতরণ করার, স্কুল লাইব্রেরিগুলোর জন্য বা যে-ব্যক্তিরা যিহোবার সাক্ষিদের প্রতি সামান্য আগ্রহ দেখায় তাদের দেওয়ার জন্য নয়। ওয়াচটাওয়ার লাইব্রেরি হল শুধুমাত্র মণ্ডলীর যে-সদস্যদের কম্পিউটার রয়েছে তাদের জন্য এবং শুধুমাত্র মণ্ডলীর মাধ্যমেই পাওয়া যাবে।