ঘোষণাবলি
▪ এপ্রিল ও মে মাসের জন্য সাহিত্য অর্পণ: প্রহরীদুর্গ পত্রিকা। যে-নতুন আগ্রহী ব্যক্তিরা স্মরণার্থ সভায় এবং বিশেষ বক্তৃতায় উপস্থিত হয়েছিল অথচ মণ্ডলীর সঙ্গে সক্রিয়ভাবে মেলামেশা করছে না, তাদের সঙ্গে সাক্ষাৎ করার বিশেষ প্রচেষ্টা করা হবে। এই ধরনের সাক্ষাতের উদ্দেশ্য হওয়া উচিত আপনি কি বাইবেল সম্বন্ধে আরও বেশি জানতে চান? এই ট্র্যাক্টটি অর্পণ করা এবং সেই ব্যক্তিদের সঙ্গে একটা বাইবেল অধ্যয়ন শুরু করা, যারা এখনও একটা বাইবেল অধ্যয়নের প্রস্তাব গ্রহণ করেনি। জুন: বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য এক অধ্যবসায়ী প্রচেষ্টা করুন।
▪ ২০০৮ সালের জেলা সম্মেলনের ব্যাজ কার্ডগুলো ২০০৮ সালের মে মাসের মধ্যে মণ্ডলীগুলোতে পাঠিয়ে দেওয়া হবে। মণ্ডলীগুলো তাদের প্রধান ভাষায় এগুলো পাবে এবং প্রকাশকদের সংখ্যার চেয়ে বেশি পরিমাণে এগুলো পাঠানো হবে। তাই, মণ্ডলীগুলোর অন্য ভাষায় এর আরও কপির প্রয়োজন না থাকলে, এগুলোর জন্য আবেদন করার দরকার নেই। অল্প পরিমাণের জন্য করা আবেদনগুলো লিটারেচার রিকোয়েস্ট ফর্ম (S-14) পূরণ করে শাখা অফিসে পাঠিয়ে দেওয়া উচিত।
▪ মণ্ডলীর সচিবদের কাছে নিয়মিত অগ্রগামী কাজের জন্য আবেদন ফর্ম (S-205) ও সহায়ক অগ্রগামী কাজের জন্য আবেদন ফর্ম (S-205b) যথেষ্ট পরিমাণে থাকা উচিত। এগুলো লিটারেচার রিকোয়েস্ট ফর্ম (S-14) পূরণ করে আবেদন করা উচিত। অন্তত এক বছরের জন্য চলবে এমনভাবে অর্ডার দিন। শাখা অফিসে নিয়মিত অগ্রগামীর আবেদন ফর্মগুলো পাঠানোর আগে, সেগুলো ঠিকমতো পূরণ করা হয়েছে কি না, তা ভাল করে দেখে নিন।
▪ শাখা অফিসে সমস্ত পরিচালক অধ্যক্ষ এবং সচিবের বর্তমান ঠিকানা এবং টেলিফোন নম্বরের রেকর্ড রাখা আবশ্যক। যেকোনো সময়ে কোনো পরিবর্তন হলে, মণ্ডলীর পরিচর্যা কমিটির পরিচালক অধ্যক্ষ/সচিবের পরিবর্তিত ঠিকানা ফর্মটা (S-29) পূরণ ও স্বাক্ষর করে শাখা অফিসের কাছে দেরি না করে পাঠিয়ে দেওয়া উচিত। টেলিফোনের এলাকাভিত্তিক কোড নম্বরের যেকোনো পরিবর্তনও এর অন্তর্ভুক্ত।
▪ অন্য দেশের মণ্ডলীর সভাগুলোতে বা বিভিন্ন সম্মেলনে যোগ দেওয়ার জন্য যখনই আপনি ব্যক্তিগতভাবে পরিকল্পনা করেন, তখন দিন, সময় ও জায়গা সম্বন্ধে তথ্য জানার জন্য আপনাকে, যে-শাখা অফিস সেখানকার কাজগুলো দেখাশোনা করে, সেখানে আবেদন করতে হবে। শাখা অফিসের ঠিকানাগুলো এই বছরের বর্ষপুস্তক (ইংরেজি) এর শেষ পৃষ্ঠায় দেওয়া আছে।
▪ সমস্ত মণ্ডলীতে আপনি কি বাইবেল সম্বন্ধে আরও বেশি জানতে চান? ট্র্যাক্টটির কপিগুলো পাঠিয়ে দেওয়া হবে। ট্র্যাক্টগুলো আপনার সঙ্গে নিয়ে যেতে ভুলবেন না এবং নতুন বাইবেল অধ্যয়নগুলো শুরু করার জন্য এগুলো ব্যবহার করুন। যে-জায়গাগুলোতে বিরোধিতা দেখা যায়, সেখানে প্রথমে গৃহকর্তার আগ্রহকে বোঝার চেষ্টা করুন এবং তারপর উপযুক্ত হলে, ট্র্যাক্টটি অর্পণ করুন।
▪ নতুন যে-প্রকাশনাগুলো পাওয়া যাচ্ছে:
যেভাবে বাইবেল আলোচনা শুরু করা ও তা চালিয়ে যাওয়া যায় —বাংলা
“আমার বাইবেলের গল্পের বই” অধ্যয়নের জন্য প্রশ্নাবলি —গুজরাটি, বাংলা, মারাঠি
মণ্ডলীর বই অধ্যয়নগুলোর জন্য ওপরে উল্লেখিত প্রশ্নের পুস্তিকাটির পর্যাপ্ত কপিগুলো অর্ডার করার জন্য মণ্ডলীগুলোকে অনুরোধ জানানো হচ্ছে। এপ্রিল মাসের সাহিত্য আবেদনের সঙ্গে আপনার অর্ডার অন্তর্ভুক্ত করুন।
[১১ পৃষ্ঠার ক্যাপশন]
(ক্রমশ ১২ পৃষ্ঠার ৩য় কলমে)
[১২ পৃষ্ঠার ক্যাপশন]
ঘোষণাবলি (ক্রমশ)