খ্রিস্টীয় জীবনযাপন
আপনি ঈশ্বরের বাক্যকে কতটা মূল্যবান হিসেবে দেখেন?
পবিত্র বই বাইবেলের মধ্যে এটির গ্রন্থকার যিহোবা ঈশ্বরের চিন্তাভাবনা ও কথা লিপিবদ্ধ রয়েছে। (২পিতর ১:২০, ২১) তাঁর রাজ্যের মাধ্যমে ঈশ্বরের শাসন করার অধিকার তুলে ধরার দ্বারা বাইবেল সমস্ত মানবজাতির জন্য এই আশা প্রদান করে যে, শীঘ্রই ভালো দিন আসবে। এ ছাড়া, বাইবেল আমাদের স্বর্গীয় পিতা যিহোবার প্রেমময় ব্যক্তিত্ব প্রকাশ করে।—গীত ৮৬:১৫.
আমরা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন কারণে যিহোবার বাক্যকে মূল্যবান হিসেবে দেখি। কিন্তু, আমরা কি প্রতিদিন এটিকে পড়ার মাধ্যমে এবং যা পড়ি, সেটাকে আমাদের জীবনে কাজে লাগানোর মাধ্যমে দেখাই যে, এই মূল্যবান উপহারকে আমরা উচ্চমূল্য দিই? আমরাও যেন আমাদের কাজের মাধ্যমে প্রমাণ করি, আমরা গীতরচকের মতো অনুভব করি, যিনি বলেছিলেন: “আমি তোমার ব্যবস্থা কেমন ভালবাসি!”—গীত ১১৯:৯৭.
তারা বাইবেলকে মূল্যবান হিসেবে দেখেছিলেন—অংশ-বিশেষ (উইলিয়াম টিনডেল) শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
কেন উইলিয়াম টিনডেল বাইবেলের কিছু অংশ অনুবাদ করেছিলেন?
কেন বাইবেল অনুবাদ করার ক্ষেত্রে তার প্রচেষ্টা এতটা উল্লেখযোগ্য ছিল?
কীভাবে টিনডেলের বাইবেলের কপিগুলো ইংল্যান্ডে গোপনে পাচার করা হয়েছিল?
কীভাবে আমরা প্রত্যেকে দেখাতে পারি যে, আমরা ঈশ্বরের বাক্যকে মূল্যবান হিসেবে দেখি?