নভেম্বর ১৮-২৪
প্রকাশিত বাক্য ১-৩
গান ৫ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“আমি জানি তোমার কার্য্য সকল”: (১০ মিনিট)
[প্রকাশিত বাক্য বইয়ের ভূমিকা শিরোনামের ভিডিওটা দেখান।]
প্রকা ১:২০—প্রাচীনগোষ্ঠীর উপর যিশুর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে (প্রহরীদুর্গ ১২ ১০/১৫ ১৪ অনু. ৮)
প্রকা ২:১, ২—যিশু জানেন প্রতিটা মণ্ডলীতে কী ঘটছে (প্রহরীদুর্গ ১২ ৪/১৫ ২৯ অনু. ১১; প্রহরীদুর্গ ০১ ১/১৫ ২০-২১ অনু. ২০)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
প্রকা ১:৭—কীভাবে ও কখন প্রতিটা চোখ দেখবে যে, যিশু ‘মেঘ সহকারে আসিতেছেন’? (ঈশ্বরের রাজ্য শাসন করছে! ২২৬ অনু. ১০, ইংরেজি)
প্রকা ২:৭—“ঈশ্বরের ‘পরমদেশস্থ জীবনবৃক্ষের’ ফল” খাওয়ার অর্থ কী? (প্রহরীদুর্গ ০৯ ১/১৫ ৩১ অনু. ১)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আপনি কী শিখেছেন?
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি আর কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) প্রকা ১:১-১১ (শিক্ষা দেওয়া পাঠ ৫)
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
প্রথম পুনর্সাক্ষাতের ভিডিও: (৫ মিনিট) ভিডিওটা দেখান ও আলোচনা করুন।
প্রথম পুনর্সাক্ষাৎ: (৩ মিনিট বা এর চেয়ে কম) কথোপকথনের নমুনা ব্যবহার করুন। (শিক্ষা দেওয়া পাঠ ২)
প্রথম পুনর্সাক্ষাৎ: (৫ মিনিট বা এর চেয়ে কম) কথোপকথনের নমুনা দিয়ে শুরু করুন। এরপর কেন বাইবেল অধ্যয়ন করবেন? শিরোনামের ভিডিওটার সঙ্গে পরিচয় করিয়ে দিন ও আলোচনা করুন (ভিডিও দেখানোর প্রয়োজন নেই)। (শিক্ষা দেওয়া পাঠ ৩)
খ্রিস্টীয় জীবনযাপন
“যিহোবা জানেন আমাদের কী প্রয়োজন রয়েছে”: (১৫ মিনিট) আলোচনা। ২০১৭ সালের টিচিং কমিটি-র রিপোর্ট শিরোনামের ভিডিওটা দেখান।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) বাইবেলের গল্প ৪৪
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ৩২ এবং প্রার্থনা