ঈশ্বরের বাক্যের গুপ্তধন
যিহোবা বিজ্ঞতার সঙ্গে দেশ ভাগ করে দেন
প্রত্যেক বংশ আনুমানিক যে-এলাকা পাবে, সম্ভবত তা নির্ধারণ করার জন্য যিহোবা ‘ঘুঁটির’ মাধ্যমে নির্দেশনা দিয়েছিলেন (যিহো ১৮:১০, NW; অন্তর্দৃষ্টি-১ ৩৫৯ অনু. ১, ইংরেজি)
মৃত্যুশয্যায় যাকোবের করা ভবিষ্যদ্বাণী যেন পরিপূর্ণ হয়, সেই বিষয়ে যিহোবা লক্ষ রেখেছিলেন (যিহো ১৯:১; অন্তর্দৃষ্টি-১ ১২০০ অনু. ১, ইংরেজি)
প্রত্যেক বংশের এলাকা কতটা বড়ো হবে, তা যিহোবা লোকদের নির্ধারণ করতে দিয়েছিলেন (যিহো ১৯:৯; অন্তর্দৃষ্টি-১ ৩৫৯ অনু. ২, ইংরেজি)
দেশ যেভাবে ভাগ করা হয়েছিল, তাতে বংশগুলোর মধ্যে কোনো হিংসা অথবা ঝগড়ার সৃষ্টি হয়নি। এই বিষয়টা জানার মাধ্যমে নতুন জগতে যিহোবা বিভিন্ন বিষয়কে যেভাবে পরিচালনা করবেন, সেই সম্বন্ধে আপনি কোন আস্থা লাভ করেন?