গল্প ১১০
তীমথিয়—পৌলের নতুন সহকারী
তুমি এখানে প্রেরিত পৌলের সঙ্গে যে-অল্পবয়সি ছেলেটিকে দেখতে পাচ্ছ, সে হল তীমথিয়। তীমথিয় তার পরিবারের সঙ্গে লুস্ত্রায় থাকে। তার মায়ের নাম উনীকী এবং দিদিমার নাম লোয়ী।
পৌল এই বার নিয়ে তিন বার লুস্ত্রায় পরিদর্শন করেছেন। প্রায় এক বছর বা তার আগে পৌল ও বার্ণবা প্রচারের জন্য যাত্রা করার সময় প্রথম বার এখানে এসেছিলেন। আর এখন পৌল আবার তার বন্ধু সীলকে নিয়ে এখানে এসেছেন।
তুমি কি জান, পৌল তীমথিয়কে কী বলছেন? তিনি জিজ্ঞেস করছেন, ‘তুমি কি আমার ও সীলের সঙ্গে যোগ দিতে চাও? আমরা দূরদূরান্তে লোকেদের কাছে প্রচার করার জন্য তোমাকে ব্যবহার করতে পারি।’
তীমথিয় উত্তর দেয়, ‘হ্যাঁ, আমি যেতে চাই।’ তাই, খুব শীঘ্র তীমথিয় তার পরিবারকে ছেড়ে পৌল ও সীলের সঙ্গে চলে যায়। কিন্তু, তাদের যাত্রা সম্বন্ধে জানার আগে, চলো আমরা দেখি যে, পৌলের কী কী হয়েছিল। যিশু দম্মেশকের পথে তাকে দেখা দেওয়ার পর প্রায় সতেরো বছর পার হয়ে গিয়েছে।
মনে করে দেখো, পৌল যিশুর শিষ্যদের মারধর করার জন্য দম্মেশকে এসেছিলেন কিন্তু এখন তিনি নিজেই তাঁর শিষ্য! পরে, কয়েক জন শত্রু পৌলকে মেরে ফেলার পরিকল্পনা করে কারণ তিনি যে যিশুর বিষয়ে শিক্ষা দেন, সেটা তারা পছন্দ করে না। কিন্তু, শিষ্যরা পৌলকে পালিয়ে যেতে সাহায্য করে। তারা তাকে একটা ঝুড়ির মধ্যে বসিয়ে নগরের দেওয়ালের বাইরে নামিয়ে দেয়।
এরপর, পৌল আন্তিয়খিয়াতে প্রচার করতে যান। এখানেই যিশুর অনুসারীদের প্রথম খ্রিস্টান বলে ডাকা হয়। পরে পৌল ও বার্ণবাকে আন্তিয়খিয়া থেকে দূরদূরান্তের দেশগুলোতে প্রচার করার জন্য পাঠানো হয়। তারা যে-নগরগুলো পরিদর্শন করে, সেগুলোর মধ্যে একটা হল লুস্ত্রা আর এটা তীমথিয়ের নিজ নগর।
এখন প্রায় এক বছর পর, পৌল দ্বিতীয় যাত্রার জন্য লুস্ত্রায় ফিরে এসেছেন। তীমথিয় যখন পৌল ও সীলের সঙ্গে যাত্রা করে, তখন তারা কোন কোন জায়গায় যায়, তা কি তুমি জান? মানচিত্রটা দেখো আর চলো আমরা কয়েকটা জায়গা সম্বন্ধে শিখি।
প্রথমে, তারা কাছাকাছি নগর ইকনিয়তে আর এরপর দ্বিতীয় নগর আন্তিয়খিয়াতে যায়। তারপর, তারা ত্রোয়াতে যাত্রা করে আর পরে ফিলিপী, থিষলনীকী এবং বিরয়াতে যায়। তুমি কি মানচিত্রের মধ্যে আথীনী দেখতে পাচ্ছ? পৌল সেখানে প্রচার করেন। এরপর তারা করিন্থে দেড় বছর প্রচার করে। সবশেষে তারা ইফিষে অল্পসময়ের জন্য থামে। তারপর, তারা জাহাজে করে কৈসরিয়াতে এসে আন্তিয়খিয়া পর্যন্ত যাত্রা করেন আর পৌল সেখানে থেকে যান।
তাই, তীমথিয় পৌলকে “সুসমাচার” প্রচার করতে ও অনেক খ্রিস্টীয় মণ্ডলী গড়ে তুলতে সাহায্য করার জন্য শত শত কিলোমিটার ভ্রমণ করে। তুমি যখন বড়ো হবে, তখন তুমিও কি তীমথিয়ের মতো ঈশ্বরের একজন বিশ্বস্ত দাস হবে?
প্রেরিত ৯:১৯-৩০; ১১:১৯-২৬; ১৩ থেকে ১৭ অধ্যায়; ১৮:১-২২.