অধ্যায় ২৪
যীশু কেন পৃথিবীতে এসেছিলেন
কফরনাহূমে তাঁর চার শিষ্যের সাথে যীশুর দিন খুব ব্যস্ততায় কেটেছে, দিনটি তিনি শেষ করেন কফরনাহূমের লোকেরা তাঁর কাছে যত পীড়িতদের নিয়ে এসেছিল, তাদের সন্ধ্যাবেলায় সুস্থ করে। তার একা থাকার কোন সময় ছিল না।
এখন পরের দিন ভোরবেলা। তখন অন্ধকার, যীশু ওঠেন ও একা বাইরে যান। তিনি এক নির্ড্জন স্থানে যান যেখানে তিনি তার পিতার কাছে প্রার্থনা করতে পারেন। কিন্তু তিনি বেশীক্ষণ একা থাকতে পারেন না কারণ যখন পিতর ও অন্যান্যরা বুঝতে পারেন যে তিনি নেই, তারা তাঁর খোঁজে বেরোন।
যখন তারা যীশুকে খুঁজে পান, পিতর বলেন: “সমস্ত লোক আপনার অন্বেষণ করিতেছে।” কফরনাহূমের লোকেরা চান যে যীশু সেখানে থাকুন তাদের সাথে। তারা সত্যই উপলব্ধি করে তিনি তাদের জন্য যা কিছু করেছেন! কিন্তু যীশু পৃথিবীতে মুখ্যত কি এই আশ্চর্য্য আরোগ্য কাজসকলই করতে এসেছিলেন? তিনি এই সম্বন্ধে কি বলেন?
বাইবেলের একটি বর্ণনা অনুসারে, যীশু তাঁর শিষ্যদের উত্তর দেন: “চল আমরা অন্য অন্য স্থানে, নিকটবর্তী সকল গ্রামে যাই, আমি সেই সকল স্থানেও প্রচার করিব, কেননা সেই জন্যই বাহির হইয়াছি।” যদিও লোকেরা যীশুকে থাকার জন্য পীড়াপীড়ি করেন, তিনি তাদের বলেন: “অন্য অন্য নগরেও আমাকে ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করিতে হইবে, কেননা সেই জন্যই আমি প্রেরিত হইয়াছি।”
হ্যাঁ, যীশু বিশেষভাবে পৃথিবীতে এসেছিলেন ঈশ্বরের রাজ্য সম্বন্ধে প্রচার করার জন্য, যা তাঁর পিতার নামকে গৌরবান্বিত করবে এবং মানবজাতির সকল ব্যাধি চিরকালের জন্য দূর করবে। যাই হোক, প্রমাণ দেবার জন্য যে তাঁকে ঈশ্বর পাঠিয়েছেন, যীশু আশ্চর্য্য কাজগুলি করেন। একইভাবে যেমন মোশী, বহু শতাব্দী পূর্বে, আশ্চর্য্য কাজসকল করেছিলেন প্রমাণ করতে যে তিনি ঈশ্বরের দাস।
এবার, যখন যীশু কফরনাহূম ছেড়ে অন্য নগরে প্রচারের নিমিত্ত যান, তখন তাঁর চার শিষ্য তাঁর সাথে যায়। এই চারজন, পিতর ও তার ভাই আন্দ্রিয়, এবং যোহন ও তার ভাই যাকোব। আপনার হয়ত স্মরণে থাকবে যে কেবল এক সপ্তাহ পূর্বে, তাদের ডাকা হয়েছিল যীশুর সাথে প্রথম ভ্রমণকারী সহকর্মী হবার জন্য।
গালীলে তাঁর চার শিষ্যের সাথে যীশুর প্রচার ভ্রমণ অদ্ভুত সাফল্য পায়! বাস্তবিকই, তাঁর কার্যসকলের সংবাদ এমন কি সমুদয় সিরিয়ায় ব্যাপ্ত হয়। বিরাট জনতা গালীল, যিহূদীয়া এবং যর্দ্দনের অপর পার থেকে যীশু ও তাঁর শিষ্যদের পশ্চাদ্গামী হয়। মার্ক ১:৩৫-৩৯; লূক ৪:৪২, ৪৩; মথি ৪:২৩-২৫; যাত্রাপুস্তক ৪:১-৯, ৩০, ৩১.
▪ কফরনাহূমে যীশুর ব্যস্ত দিনের পরদিন ভোরে কি হয়?
▪ কেন যীশুকে পৃথিবীতে পাঠানো হয়েছিল ও তাঁর আশ্চর্য্য কাজগুলি কি উদ্দেশ্য সাধন করে?
▪ তাঁর গালীল প্রচার ভ্রমণের সময় আর কারা তাঁর সাথে যায়, আর যীশুর এই কাজের প্রতিক্রিয়া কি হয়?