গান ৫১
ঈশ্বরকে করি উৎসর্গ
১. যি-হো-বা ঈ-শ্বর ডাক দি-চ্ছেন,তাই সা-ড়া দিই।
যি-শুর শি-ষ্য হও-য়ার সু-যোগ নিই।
যাঃ-য়ের উ-চ্চ সিং-হা-সন
স-ত্যের আ-লো দেয় কে-মন!
সেই আ-লো ছ-ড়ায় য-খন,
ঈ-শ্বর-কে দিই এই জী-বন।
(কোরাস)
ঈ-শ্বর-কে ক-রি উৎ-সর্-গ নি-জের জী-বন।
তাঁর ই-চ্ছা পা-লন কর-ব সা-রা-ক্ষণ।
২. যি-হো-বা-কে ক-রি আম-রা এই প্র-তি-জ্ঞা:
“অ-নু-গ-ত থাক-ব সর্-ব-দা।”
কী প্র-চুর আ-নন্-দ পাই
য-খন কাঁ-ধে কাঁধ মে-লাই
রা-জ্যের স-ত্য ঘো-ষ-ণায়
আর তাঁর নাম ব-হন ক-রায়!
(কোরাস)
ঈ-শ্বর-কে ক-রি উৎ-সর্-গ নি-জের জী-বন।
তাঁর ই-চ্ছা পা-লন কর-ব সা-রা-ক্ষণ।
(আরও দেখুন গীত. ৪৩:৩; ১০৭:২২; যোহন ৬:৪৪)