গান ১৪৪
থাকলে স্থির পাবে পুরস্কার!
১. সেই দিন হৃ-দয় খু-শি-তে ভ-রা,
ফি-রে পা-বে দৃষ্-টি অন্-ধ-রা।
শুন-তে পা-বে ব-ধির-রা আ-বার,
হ-বে শান্-তি প্র-চুর স-বার।
শি-শুর গা-নে যে ভর-বে বা-তাস,
পু-ন-রু-ত্থান আন-বে কী উ-চ্ছাস!
(কোরাস)
থাক-লে স্থির তু-মি দেখ-বে এ-বার
পেয়ে-ছ তু-মি-ও পু-রস্-কার।
২. দে-খ বাঘ আর মেষ খায় এক পা-তে,
ছা-গল-ছা-না, ভা-ল্লুক এক-সা-থে।
ছো-ট্ট বা-চ্চা তা-দের সঙ্-গে যে,
আ-নন্-দে সা-রা-দিন খেল-ছে।
দে-খ দুঃ-খ-কষ্-ট নেই কো-থাও,
হ-য়ে গে-ছে মৃ-ত্যু-ও উ-ধাও।
(কোরাস)
থাক-লে স্থির তু-মি দেখ-বে এ-বার
পেয়ে-ছ তু-মি-ও পু-রস্-কার।
(আরও দেখুন যিশা. ১১:৬-৯; ৩৫:৫-৭; যোহন ১১:২৪.)