পাঠ ২৬
কেন পৃথিবীতে এত দুষ্টতা ও দুঃখকষ্ট রয়েছে?
কোনো খারাপ ঘটনা ঘটলে লোকদের মনে সাধারণত এই প্রশ্ন আসে, “কেন এটা ঘটল?” কিন্তু, আপনি এটা জেনে সান্ত্বনা লাভ করবেন যে, বাইবেল স্পষ্টভাবে আমাদের এই প্রশ্নের উত্তর জানায়।
১. শয়তান কী করেছিল, যে-কারণে দুষ্টতা শুরু হয়েছিল?
শয়তান যিহোবার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। শয়তান মানুষের উপর শাসন করতে চেয়েছিল, আর তাই সে প্রথম মানব দম্পতি আদম ও হবাকে প্রলোভন দেখিয়ে তার দলে টানতে চেয়েছিল। শয়তান কীভাবে তা করেছিল? শয়তান হবাকে মিথ্যাকথা বলেছিল আর তাকে ভুল বুঝিয়েছিল। (আদিপুস্তক ৩:১-৫) সে হবাকে এটা বলতে চেয়েছিল যে, ‘ঈশ্বর জেনে-শুনে তোমাদের ভালো কিছু থেকে বঞ্চিত করছেন। তাই, তোমরা যদি তাঁর কথা না শোনো, তা হলে আরও বেশি সুখী হবে।’ এরপর, শয়তান হবাকে সরাসরি বলেছিল, সে কখনো মরবে না, যেটা ছিল সবচেয়ে প্রথম মিথ্যা। তাই, বাইবেল শয়তান সম্বন্ধে বলে, “সে একজন মিথ্যাবাদী আর সে মিথ্যার পিতা।”—যোহন ৮:৪৪.
২. আদম ও হবা কী করার সিদ্ধান্ত নিয়েছিলেন?
যিহোবা আদম ও হবাকে সমস্ত কিছু দিয়েছিলেন, তাদের কোনো কিছুর অভাব ছিল না। তিনি তাদের এদন উদ্যানের সমস্ত গাছের ফল খেতে বলেছিলেন, কেবলমাত্র একটা গাছের ফল খেতে বারণ করেছিলেন। (আদিপুস্তক ২:১৫-১৭) কিন্তু, যে-গাছের ফল খেতে যিহোবা বারণ করেছিলেন, তারা সেই গাছের ফলই খেয়েছিলেন। বাইবেল বলে, হবা সেই গাছের “ফল পাড়িয়া ভোজন করিলেন” এবং পরে আদম “ভোজন করিলেন।” (আদিপুস্তক ৩:৬) আদম ও হবা নিখুঁত ছিলেন, তাই তাদের মধ্যে কোনো ভুল কাজ করার প্রবণতা ছিল না। সেইজন্য এটা বলা যেতে পারে যে, তারা জেনে-শুনে যিহোবার অবাধ্য হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এভাবে, তারা পাপ করেছিলেন আর যিহোবার শাসনকে প্রত্যাখ্যান করেছিলেন। এই সিদ্ধান্ত নেওয়ার ফলে তাদের অনেক কষ্টভোগ করতে হয়েছিল।—আদিপুস্তক ৩:১৬-১৯.
৩. আদম ও হবার নেওয়া সিদ্ধান্ত আমাদের উপর কোন প্রভাব ফেলেছে?
আদম ও হবা পাপ করার পর তারা আর নিখুঁত থাকতে পারেননি। এভাবে তারা তাদের বংশধরদের মধ্যে পাপ ছড়িয়ে দিয়েছিলেন আর এর ফলে তাদের বংশধরেরাও নিখুঁত থাকতে পারেনি। বাইবেল আদম সম্বন্ধে বলে: “যেমন এক জন মানুষের মাধ্যমে পাপ এবং পাপের মাধ্যমে মৃত্যু জগতে প্রবেশ করেছে, তেমনই মৃত্যু সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে।”—রোমীয় ৫:১২.
আমরা বিভিন্ন কারণে দুঃখকষ্ট ভোগ করি। কখনো কখনো আমরা নিজেদের ভুল সিদ্ধান্তের কারণে, আবার কখনো কখনো অন্যদের ভুল সিদ্ধান্তের কারণে। এ ছাড়া, কখনো কখনো আমরা ভুল সময়ে ভুল জায়গায় থাকি আর সেখানে কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার ফলে আমাদের দুঃখকষ্ট ভোগ করতে হয়।—পড়ুন, উপদেশক ৯:১১.
গভীরভাবে গবেষণা করুন
কেন আমরা বলতে পারি, বর্তমানে পৃথিবীতে থাকা দুষ্টতা ও দুঃখকষ্টের জন্য ঈশ্বর দায়ী নন? আমরা যখন দুঃখকষ্ট ভোগ করি, তখন তা দেখে ঈশ্বরের কেমন লাগে? আসুন তা জানি।
৪. আমাদের দুঃখকষ্টের জন্য কে দায়ী?
অনেক লোক মনে করে, ঈশ্বর জগৎকে নিয়ন্ত্রণ করছেন, কিন্তু, এটা কি সত্য? ভিডিওটা দেখুন।
যাকোব ১:১৩ এবং ১ যোহন ৫:১৯ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:
দুষ্টতা ও দুঃখকষ্টের জন্য কি ঈশ্বর দায়ী?
৫. শয়তান শাসন করার ফলে কী হয়েছে?
আদিপুস্তক ৩:১-৬ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:
শয়তান কোন মিথ্যা বলেছিল?—৪ ও ৫ পদ দেখুন।
শয়তান কী বলে যিহোবার উপর এই অভিযোগ এনেছিল যে, তিনি মানুষকে ভালো কিছু থেকে বঞ্চিত করছেন?
শয়তান কীভাবে এটা বোঝাতে চেয়েছিল যে, মানুষকে সুখী হওয়ার জন্য যিহোবার শাসনব্যবস্থার অধীনে থাকার প্রয়োজন নেই?
উপদেশক ৮:৯ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:
যিহোবার শাসনব্যবস্থা ছাড়া এই জগতের পরিণতি কী হয়েছে?
ক. আদম ও হবা নিখুঁত ছিলেন আর তারা পরমদেশে জীবনযাপন করছিলেন। কিন্তু, তারা শয়তানের কথা শুনে যিহোবার বিরুদ্ধে গিয়েছিলেন
খ. তারা বিদ্রোহ করার ফলে পৃথিবীতে পাপ, দুঃখকষ্ট ও মৃত্যু এসেছে
গ. যিহোবা পাপ, দুঃখকষ্ট ও মৃত্যু দূর করে দেবেন। মানুষ আবারও নিখুঁত অবস্থায় পৌঁছাবে এবং পরমদেশে বসবাস করবে
৬. যিহোবা আমাদের জন্য চিন্তা করেন
আমাদের দুঃখকষ্ট দেখে ঈশ্বরের কেমন লাগে? রাজা দায়ূদ এবং প্রেরিত পিতর এই বিষয়ে কী লিখেছিলেন, তা লক্ষ করুন। গীতসংহিতা ৩১:৭ এবং ১ পিতর ৫:৭ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:
যিহোবা আমাদের কষ্ট বোঝেন এবং আমাদের জন্য চিন্তা করেন। এটা জেনে আপনার কেমন লাগে?
৭. যিহোবা আমাদের সমস্ত দুঃখকষ্ট দূর করে দেবেন
যিশাইয় ৬৫:১৭ এবং প্রকাশিত বাক্য ২১:৩, ৪ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:
যিহোবা প্রতিজ্ঞা করেছেন, তিনি মানুষের সমস্ত দুঃখকষ্ট দূর করে দেবেন। এই প্রতিজ্ঞা থেকে কেন আপনি সান্ত্বনা লাভ করতে পারেন?
আপনি কি জানেন?
এদন উদ্যানে শয়তান প্রথম মিথ্যা বলার মাধ্যমে যিহোবার নামের উপর নিন্দা নিয়ে এসেছিল। সে বলেছিল, যিহোবা ভালো শাসক নন এবং তিনি মানুষকে ভালোবাসেন না। খুব শীঘ্রই যিহোবা সমস্ত দুঃখকষ্ট দূর করে দেওয়ার মাধ্যমে তাঁর নামের উপর আসা নিন্দা সরিয়ে দেবেন। অন্যভাবে বললে, খুব শীঘ্রই যিহোবা এটা প্রমাণ করে দেবেন যে, তাঁর শাসনই সবচেয়ে ভালো। যিহোবার নাম পবিত্র করাই হল, নিখিলবিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।—মথি ৬:৯, ১০.
কেউ কেউ বলে থাকে: “সুখ-দুঃখ সবই ঈশ্বরের কাছ থেকে আসে।”
উত্তরে আপনি কী বলবেন?
সারাংশ
পৃথিবীতে থাকা সমস্ত দুষ্টতার জন্য মূলত শয়তান, আদম ও হবা দায়ী। যিহোবা আমাদের কষ্ট বোঝেন এবং আমাদের জন্য অনেক চিন্তা করেন। আর খুব শীঘ্রই তিনি সমস্ত দুঃখকষ্ট দূর করে দেবেন।
পুনরালোচনা
শয়তান হবাকে কোন মিথ্যা বলেছিল?
আদম ও হবার করা বিদ্রোহ আমাদের উপর কোন প্রভাব ফেলেছে?
যিহোবা যে আমাদের জন্য চিন্তা করেন, তা আমরা কীভাবে জানতে পারি?
আরও জানুন
বাইবেলে পাপ বলতে কী বোঝানো হয়েছে? তা জানুন।
শয়তান এদন উদ্যানে ঈশ্বরের বিরুদ্ধে যে-প্রশ্ন তুলেছিল, সেই বিষয়ে আরও জানুন।
“কেন ঈশ্বর দুঃখকষ্ট থাকতে দিয়েছেন?” (প্রহরীদুর্গ, জানুয়ারি ১, ২০১৪, ইংরেজি)
একটা কঠিন প্রশ্ন, যেটার উত্তর জেনে সান্ত্বনা পাওয়া যায়।
“হত্যাকাণ্ড কেন ঘটে? ঈশ্বর কেন এগুলো ঘটতে দেন?” (অনলাইন প্রবন্ধ)
পৃথিবীতে কেন এত দুঃখকষ্ট রয়েছে, তা জানার পর একজন ব্যক্তির কেমন লেগেছিল, তা দেখুন।