আপনি স্থায়ী বন্ধুত্ব উপভোগ করতে পারেন
বন্ধুত্ব করার অনেক বাধা আছে। বস্তুতপক্ষে, বাইবেল ভাববাণী করেছিল যে এই “শেষ কালে” প্রেম, স্বাভাবিক স্নেহ ও সাধুতার অভাব দেখা যাবে। (২ তীমথিয় ৩:১-৫; মথি ২৪:১২) এই পরিস্থিতি এক ভয়ানক একাকীত্বের কারণ হয়ে দাঁড়িয়েছে। একজন ব্যক্তি বলেছিলেন: “আমার পাড়াটি নোহের জাহাজের মত। আপনি যদি দম্পতি না হন তাহলে প্রবেশ করতে পারবেন না।” একাকীত্বের সমস্ত দোষ প্রত্যেক একাকী ব্যক্তির উপরে বর্তায় না। পৃথিবীর কিছু অংশে, স্থায়ী বন্ধুত্ব সম্বন্ধে এইধরনের সমস্যাগুলিকে অন্তর্ভুক্ত করা হয় যেমন লোকেদের ঘন ঘন জায়গা পরিবর্তন করা, পারিবারিক ভাঙন, আন্তরিকতার অভাব ও বিপদজনক শহরগুলি এবং উল্লেখযোগ্যভাবে অবসর বিনোদনের সময় কমে যাওয়া।
অষ্টাদশ শতাব্দীতে এক গ্রামবাসী বছরে অথবা এমনকি তার জীবনকালে যত লোকের সংস্পর্শে এসেছিল তার তুলনায় আধুনিক-দিনে শহরের বাসিন্দারা হয়ত একটি সপ্তাহে আরও বেশি লোকের সংস্পর্শে আসতে পারে। তবুও, আজকের দিনে সম্পর্ক প্রায়ই বাহ্যিক। অনেকেই অনবরতভাবে নিজেদের সামাজিক বিষয়ে গভীরভাবে নিমগ্ন করে এবং নিজেদের জীবন উপভোগ করার চেষ্টা করে। কিন্তু, আমাদের অবশ্যই স্বীকার করতে হবে যে মন্দভাবে সঙ্গী বেছে নিয়ে মূল্যহীন আনন্দোৎসব হল ইন্ধনের জন্য কন্টক ব্যবহার করার মত। উপদেশক ৭:৫, ৬ পদ বলে: “হীনবুদ্ধিদের গীত শ্রবণ অপেক্ষা জ্ঞানবানের ভর্ৎসনা শ্রবণ ভাল। কেননা যেমন হাঁড়ীর নীচে কাঁটার শব্দ, তেমনি হীনবুদ্ধির হাস্য; ইহাও অসার।” কন্টকের আগুন কিছু সময়ের জন্য উজ্জ্বল ও উচ্চরবকর, কিন্তু আমাদের উষ্ণ রাখার জন্য তার যথেষ্ট পদার্থ থাকে না। একইভাবে, কোলাহলকর, হাস্যময় বন্ধুরা হয়ত সাময়িকভাবে আমাদের বিক্ষিপ্ত করতে পারে, কিন্তু তারা সকল রকম একাকীত্বকে দূর করবে না এবং প্রকৃত বন্ধুর জন্য আমাদের প্রয়োজন মেটাবে না।
নির্জনতা একাকীত্ব থেকে আলাদা। নিজেদের সতেজ রাখতে কিছু নির্জনতা আমাদের জন্য প্রয়োজন আর তাই বন্ধু হিসাবে উত্তম কিছু দেওয়ার থাকে। যখন একাকীত্বের সম্মুখীন হয়, অনেকেই তৎক্ষণাৎ কিছু ইলেকট্রনিক জাতীয় আমোদপ্রমোদের সাহায্য নেয়। একটি গবেষণা দেখেছে যে একাকীত্বের জন্য সবচেয়ে সাধারণ প্রতিক্রিয়া হল টেলিভিশন দেখা। কিন্তু, গবেষকেরা এই উপসংহারে আসেন যে একা থাকার সময় সবচাইতে খারাপ জিনিস যা আমরা করতে পারি তা হল অধিক সময় ধরে টেলিভিশন দেখা। এটি আমাদের অলসতা, একঘেঁয়েমি, উদ্ভট কল্পনা, অন্য লোকেদের সাথে ব্যক্তিগত সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে এক দুর্বল বিকল্প হয়ে দাঁড়ায়।
প্রকৃতপক্ষে, যদি আমরা আমাদের একাকী সময়কে গঠনমূলকভাবে ব্যবহার করি, তাহলে নির্জনতা মূল্যবান হতে পারে। পড়া, চিঠি লেখা, জিনিস প্রস্তুত করা এবং বিশ্রাম নেওয়ার দ্বারা আমরা হয়ত এটি করতে পারি। গঠনমূলক নির্জনতার অন্তর্ভুক্ত হল ঈশ্বরের নিকট প্রার্থনা করা, বাইবেল অধ্যয়ন করা এবং তার উপর ধ্যান করা। (গীতসংহিতা ৬৩:৬) এগুলিই হল যিহোবা ঈশ্বর, যিনি আমাদের সবচেয়ে মহান বন্ধু তাঁর নিকটবর্তী হওয়ার উপায়।
বন্ধুত্বের বাইবেল বিষয়ক উদাহরণগুলি
যদিও অনেকের সাথে বন্ধুত্বপূর্ণ হওয়া ভাল, কিন্তু বাইবেল আমাদের মনে করিয়ে দেয় যে “ভ্রাতা অপেক্ষাও অধিক প্রেমাসক্ত এক বন্ধু আছেন।” (হিতোপদেশ ১৮:২৪) আমাদের সকলেরই কিছু অন্তরঙ্গ বন্ধু থাকা প্রয়োজন যারা প্রকৃতপক্ষে আমাদের জন্য চিন্তা করে, যাদের বন্ধুত্ব আমাদের আনন্দ, শক্তি ও শান্তি প্রদান করে। যদিও এইধরনের প্রকৃত বন্ধুত্ব আজকের দিনে বিরল হতে পারে, কিন্তু বাইবেলে কিছু প্রাচীন উদাহরণ বিশেষভাবে উল্লেখযোগ্য। উদাহরণস্বরূপ, দায়ূদ ও যোনাথনের মধ্যে বন্ধুত্ব ছিল উল্লেখযোগ্য। এর থেকে আমরা কী শিখতে পারি? কেন তাদের বন্ধুত্ব স্থায়ী ছিল?
যেমন একটি উদাহরণ, গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি দায়ূদ ও যোনাথনের একইধরনের আগ্রহ ছিল। সর্বোপরি, তারা যিহোবা ঈশ্বরের প্রতি গভীরভাবে ভক্তি দেখিয়েছিলেন। ঈশ্বরের প্রতি দায়ূদের বিশ্বাস এবং যিহোবার লোকেদের রক্ষার ক্ষেত্রে তার কাজগুলি দেখে “যোনাথনের প্রাণ দায়ূদের প্রাণে সংসক্ত হইল, এবং যোনাথন আপন প্রাণের মত তাঁহাকে ভালবাসিতে লাগিলেন।” (১ শমূয়েল ১৮:১) অতএব, যিহোবার প্রতি পারস্পরিক প্রেম একে অপরের বন্ধুত্বকে অক্ষুন্ন রাখতে সাহায্য করে।
যোনাথন ও দায়ূদ সাহসী ব্যক্তি ছিলেন যারা ঈশ্বরীয় নীতিগুলির দ্বারা জীবনযাপন করতেন। সেইজন্য তারা একে অপরকে শ্রদ্ধা করতেন। (১ শমূয়েল ১৯:১-৭; ২০:৯-১৪; ২৪:৬) যদি আমাদের ঈশ্বরীয় বন্ধু থাকে যারা শাস্ত্রীয় নীতিগুলির দ্বারা পরিচালিত হয়, তাহলে আমরা আশীর্বাদপ্রাপ্ত হব।
অন্যান্য বিষয়গুলিও দায়ূদ ও যোনাথনের বন্ধুত্বের ক্ষেত্রে সাহায্য করেছিল। তাদের সম্পর্ক ছিল অকপট ও ছলনাহীন এবং প্রত্যেকেই অন্যের প্রতি আস্থা রাখতেন। যোনাথন নিষ্ঠার সাথে নিজের চাইতে দায়ূদের আগ্রহগুলিকে প্রথম স্থান দিয়েছিলেন। দায়ূদের প্রতি রাজাধিকারের প্রতিজ্ঞা করা হয়েছিল বলে তিনি ঈর্ষান্বিত হননি; বরঞ্চ, মানসিক ও আত্মাধ্যিকভাবে যোনাথন তাকে সমর্থন করেছিলেন। আর দায়ূদ তার সাহায্য গ্রহণ করেছিলেন। (১ শমূয়েল ২৩:১৬-১৮) শাস্ত্রীয়ভাবে উপযুক্ত উপায়গুলির দ্বারা দায়ূদ ও যোনাথন পরস্পরের প্রতি তাদের বন্ধুত্বের অনুভূতিগুলিকে প্রকাশ করেছিলেন। তাদের ঈশ্বরীয় বন্ধুত্ব প্রকৃত ভালোবাসা ও শ্রদ্ধা এবং স্নেহের উপর ভিত্তি করে ছিল। (১ শমূয়েল ২০:৪১; ২ শমূয়েল ১:২৬) এই সম্পর্ক ছিল অভঙ্গুর, কারণ উভয়েই ঈশ্বরের প্রতি বিশ্বস্ততা বজায় রেখেছিলেন। সেইধরনের নীতিগুলিকে প্রয়োগ করা আমাদের প্রকৃত বন্ধুত্ব গড়ে তুলতে ও তা বজায় রাখতে সাহায্য করতে পারে।
কিভাবে বন্ধুত্ব গড়ে তোলা যায়
আপনি কি প্রকৃত বন্ধুদের খুঁজছেন? আপনাকে হয়ত বেশি দূরে দৃষ্টি দিতে হবে না। আপনার নিজস্ব নিত্য সঙ্গীদের কেউ কেউ আপনার বন্ধু হতে পারে এবং তাদের হয়ত আপনার বন্ধুত্বের প্রয়োজন আছে। বিশেষ করে সহখ্রীষ্টানদের সম্বন্ধে “প্রশস্ত” হওয়ার বিষয়ে প্রেরিত পৌলের উপদেশ প্রয়োগ করা বিজ্ঞের কাজ। (২ করিন্থীয় ৬:১১-১৩) যাইহোক, যদি বন্ধু করার জন্য সকল প্রচেষ্টা ব্যর্থ হয়, বিরক্ত হবেন না। বন্ধুত্ব গড়ে তোলার জন্য সাধারণতঃ সময় লাগে আর প্রতিটি সম্পর্ক সমানভাবে গভীর হয় না। (উপদেশক ১১:১, ২, ৬) অবশ্য, প্রকৃত বন্ধুত্ব উপভোগ করার জন্য, আমাদের অবশ্যই নিঃস্বার্থপর হতে হবে এবং আমাদের যীশুর উপদেশ অনুসরণ করতে হবে: “অতএব সর্ব্ববিষয়ে তোমরা যাহা যাহা ইচ্ছা কর যে, লোকে তোমাদের প্রতি করে, তোমরাও তাহাদের প্রতি সেইরূপ করিও।”—মথি ৭:১২.
কার আপনার বন্ধুত্বের প্রয়োজন? আপনার বয়সের যারা তারা ছাড়াও, ছোটদের অথবা বয়স্ক লোকেদের সম্বন্ধে বা কী? দায়ূদ ও যোনাথন, রূৎ ও নয়মী এবং পৌল ও তীমথিয় সকলেই ভিন্ন ভিন্ন বয়সের অন্তর্ভুক্ত ছিলেন। (রূতের বিবরণ ১:১৬, ১৭; ১ করিন্থীয় ৪:১৭) আপনি কি বিধবা এবং অন্যান্য অবিবাহিত লোকেদের প্রতি আপনার বন্ধুত্বকে প্রসারিত করতে পারেন? এছাড়াও, যারা আপনার পাড়ায় নতুন তাদের সম্বন্ধে চিন্তা করুন। তাদের বাসস্থান অথবা তাদের জীবন ধারার পরিবর্তনের ফলে তারা হয়ত অধিকাংশ সঙ্গী অথবা সকল বন্ধুদের সঙ্গ ছেড়ে এসেছে। অন্যেরা আপনাকে খুঁজে বার করুক এইজন্য অপেক্ষা করবেন না। যদি আপনি একজন খ্রীষ্টান হন, তাহলে পৌলের উপদেশটি প্রয়োগ করে স্থায়ী বন্ধুত্ব গড়ে তুলুন: “ভ্রাতৃপ্রেমে পরস্পর স্নেহশীল হও; সমাদরে একজন অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান কর।”—রোমীয় ১২:১০.
বন্ধুত্বকে একধরনের দান করা হিসাবে আমরা চিন্তা করতে পারি। যীশু বলেছিলেন যে যদি আমরা দান করা অভ্যাস করি, লোকেরা আমাদের দেবে। এছাড়া, তিনি এও উল্লেখ করেছিলেন যে গ্রহণ করার থেকে দান করায় বেশি আনন্দ রয়েছে। (লূক ৬:৩৮; প্রেরিত ২০:৩৫) আপনি কি বিভিন্ন পটভূমিকার লোকেদের সাথে সাক্ষাৎ করেছেন? যিহোবার সাক্ষীদের আন্তর্জাতিক সম্মেলন প্রমাণ করেছে যে যখন তারা ঈশ্বরের উপাসনা করা এই সমান লক্ষ্য থাকে তখন বিভিন্ন সংস্কৃতি থেকে আসা লোকেরা সত্য এবং স্থায়ী বন্ধুত্ব গড়ে তুলতে পারে।
বন্ধুত্বকে অক্ষুন্ন রাখা
দুঃখের সাথে বলতে হয়, যাদের বন্ধু হিসাবে গণ্য করা হয় কখনও কখনও তারা একে অপরের যন্ত্রণার কারণ হয়। ক্ষতিকর বাজে গুজব রটানো, আস্থার প্রতি বিশ্বাসঘাতকতা, উপলব্ধিবোধের অভাব—এগুলিই হল সেই বিষয় যা খুবই যন্ত্রণাদায়ক যাকে আপনি প্রকৃত বন্ধু বলে গণ্য করেন তার দ্বারা যখন সেগুলির উদ্ভব হয়। এইরকম পরিস্থিতিতে কী করা যেতে পারে?
একটি উত্তম উদাহরণ স্থাপন করুন। অপ্রয়োজনীয় যন্ত্রণার কারণকে এড়াতে আপনি যা করতে পারেন তা করুন। কোন কোন স্থানে বন্ধুদের মধ্যে একে অপরের দোষগুলি নিয়ে উপহাস করা একটি সাধারণ ব্যাপার। কিন্তু কটু ব্যবহার অথবা চালাকি বন্ধুকে ঘনিষ্ঠতায় আনে না, এমনকি যদিও তারা মনে করে “খেলা করিতেছি।”—হিতোপদেশ ২৬:১৮, ১৯.
বন্ধুত্ব বজায় রাখার জন্য কঠোর পরিশ্রম করুন। যখন বন্ধুরা একে অপরের কাছ থেকে খুব বেশি আশা করে তখন কখনও কখনও ভুলবোঝাবুঝি উপস্থিত হয়। একজন বন্ধু যে অসুস্থ অথবা সংকটময় সমস্যার কারণে অন্যমনস্ক, সে সম্ভবত যতটা পরিমাণ আন্তরিকতা দেখানো উচিত ততটা দেখাতে সমর্থ হবে না। এইধরনের সময়গুলিতে বোধগম্য ও সমর্থনকারী হওয়ার চেষ্টা করুন।
দ্রুত ও সদয়তার সাথে সমস্যাগুলির সমাধান করুন। যদি সম্ভব হয় তাহলে গোপনে তা করুন। (মথি ৫:২৩, ২৪; ১৮:১৫) এই বিষয়ে নিশ্চিত হোন যে আপনার বন্ধু জানেন আপনি উত্তম সম্পর্ক বজায় রাখতে চান। আন্তরিক বন্ধুরা একে অপরকে ক্ষমা করে। (কলসীয় ৩:১৩) আপনি কি সেইধরনের বন্ধু হবেন—যে ভ্রাতা অপেক্ষা বেশি ঘনিষ্ঠ?
বন্ধুত্ব সম্বন্ধে পড়া ও চিন্তা করা কেবল আরম্ভমাত্র। যদি আমরা একাকীত্ব ভোগ করছি, তাহলে আসুন উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করি আর আমরা সবসময়ের জন্য একাকী থাকব না। যদি আমরা নিজেরা প্রাণপণ করি, আমরা প্রকৃত বন্ধু করতে পারি। তাদের কারও কারও সাথে আমরা বিশেষ বন্ধন গড়ে তুলব। কিন্তু সবচেয়ে মহান বন্ধু, ঈশ্বরের স্থান কেউ নিতে পারবে না। কেবলমাত্র যিহোবাই সম্পূর্ণরূপে আমাদের জানতে, বুঝতে ও সাহায্য করতে পারেন। (গীতসংহিতা ১৩৯:১-৪, ২৩, ২৪) এছাড়া, তাঁর বাক্য ভবিষ্যতের জন্য এক অপূর্ব আশা প্রদান করে—তা হল এক নতুন জগৎ যেখানে চিরকালের জন্য প্রকৃত বন্ধু পাওয়া সম্ভব হবে।—২ পিতর ৩:১৩.
[৫ পৃষ্ঠার চিত্র]
দায়ূদ এবং যোনাথন প্রকৃত বন্ধুত্ব উপভোগ করেছিলেন আর আমরাও তা পারি