পূর্ণ-সময়ের সেবায় কিভাবে আনন্দ বজায় রাখা যায়
বাইবেলের ভবিষ্যদ্বাণীর পরিপূর্ণতা স্পষ্টভাবে দেখায় যে আমরা এই ঈশ্বরহীন বিধিব্যবস্থার শেষকালে বাস করছি। এই বিষয়ে সচেতন হয়ে যিহোবা ঈশ্বরের সেবকেরা তাঁর রাজ্য সম্বন্ধীয় সুসমাচার ছড়িয়ে দেওয়ার জন্য যুক্তিপূর্ণভাবে যতখানি বেশি সময় তারা ব্যয় করতে পারে তা করে থাকে। ৬,০০,০০০ জনেরও বেশি যিহোবার সাক্ষীরা তাদের জীবনে সমন্বয়সাধন করেছেন যাতে করে পূর্ণ-সময়ের সেবায় অংশগ্রহণ করতে পারেন। তাদের কিছুজন পূর্ণ-সময়ের রাজ্য ঘোষক যারা অগ্রগামী নামে পরিচিত। অন্যেরা ওয়াচ টাওয়ার সোসাইটির প্রধান কার্যালয় অথবা এর শাখা কার্যালয়গুলিতে, বেথেল স্বেচ্ছাসেবী। এছাড়াও অন্যান্যেরা মিশনারী ও ভ্রমণ অধ্যক্ষ।
বাইবেল ইঙ্গিত করে যে শেষকালে “বিষম সময়” উপস্থিত হবে। (২ তীমথিয় ৩:১-৫) বাইবেলের গ্রীক পাঠ্যাংশ এক অভিব্যক্তি ব্যবহার করে যা “নিরূপিত প্রচণ্ড সময়” হিসাবে অনুবাদ করা হয়েছে। সুতরাং, আমাদের দিনে কারোরই এক বিক্ষোভহীন জীবন প্রত্যাশা করা উচিত নয়। কিছু খ্রীষ্টান পরিচারকদের জন্য, সমস্যাগুলি এত গুরুতর বলে মনে হয় যে তারা হয়ত নিজেদের জিজ্ঞাসা করতে পারেন ‘আমি কি পূর্ণ-সময়ের সেবা করে চলতে পারি অথবা আমাকে কি তা বন্ধ করে দিতে হবে?’
কোন্ পরিস্থিতিগুলি একজনকে অগ্রগামী, বেথেল স্বেচ্ছাসেবক, ভ্রমণ অধ্যক্ষ অথবা মিশনারী হিসাবে কাজ করার জন্য তার পরিস্থিতির পুনর্মূল্যায়ন করার কারণ হতে পারে? হয়ত এক গুরুতর স্বাস্থ্য সমস্যা থাকতে পারে। হয়ত কোন বয়স্ক অথবা অসুস্থ আত্মীয়কে ক্রমাগত দেখাশোনা করার প্রয়োজন। হতে পারে যে এক বিবাহিত দম্পতি পরিবার শুরু করতে যাচ্ছে। যে কোন ব্যক্তি যে এই সমস্ত কারণগুলি ও শাস্ত্রীয় বাধ্যবাধকতার জন্য পূর্ণ-সময়ের সেবা বন্ধ করেন, তাদের এইধরনের সমন্বয়সাধন করতে লজ্জা পাওয়ার কোন প্রয়োজন নেই।
কিন্তু, সেক্ষেত্রে কী যখন একজন পূর্ণ-সময়ের কাজে আনন্দ খুঁজে পাচ্ছেন না বলে তা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছেন? সম্ভবত এক অগ্রগামী তার পরিচর্যায় অল্পই সাড়া পান এবং নিজেকে জিজ্ঞাসা করতে পারেন, ‘কেন আমার আত্মত্যাগমূলক জীবনধারা আমি চালিয়ে যাব যখন কেবলমাত্র খুব অল্প লোকেই তা শোনে?’ হতে পারে একজন বেথেল স্বেচ্ছাসেবক তার কার্যভারে খুব খুশি নয়। অথবা হতে পারে যে ক্রমাগত অসুস্থতা যা হয়ত অগ্রগামীর কাজ বন্ধ করে দেওয়ার মত নয় কিন্তু ফলস্বরূপ এক ব্যক্তির আনন্দকে ক্ষয়প্রাপ্ত করতে পারে। এইধরনের ব্যক্তিরা কিভাবে তাদের আনন্দ বজায় রাখতে পারেন? আসুন আমরা বিবেচনা করি কিছু অভিজ্ঞ পরিচারকেরা কী বলেন।
হতাশার সাথে মোকাবিলা করা
অ্যানি যিনি সুইজারল্যান্ড থেকে আসেন, ১৯৫০ সালে ওটাচটাওয়ার বাইবেল স্কুল অফ গিলিয়াডে যোগদান করেছিলেন। তিনি বিদেশে তার মিশনারী কার্যনিযুক্তি প্রত্যাশা করেছিলেন। যখন তাকে ইউরোপের বেথেলের কাজে পুনরায় নিযুক্ত করা হয়, অ্যানি হতাশ হয়েছিলেন। যাইহোক, তিনি অনুবাদ বিভাগে তার কার্যভার গ্রহণ করেছিলেন আর এখনও সেই কাজ করে চলেছেন। কিভাবে তিনি তার হতাশাকে অতিক্রম করেছিলেন? “করার মত অনেক কাজ ছিল ও এখনও আছে। আমার অনুভূতি ও পছন্দ কাজের মত ততখানি গুরুত্বপূর্ণ নয়।” অ্যানি ব্যাখ্যা করেন।
যদি আমরা আমাদের কার্যভারে হতাশ হই, সম্ভবত আমরা হয়ত অ্যানির মত মনোভাব গড়ে তুলতে পারি। আমাদের ব্যক্তিগত পছন্দ সর্বপ্রধান গুরুত্বপূর্ণ বিষয় নয়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল রাজ্যের বার্তার প্রসারের সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন দায়িত্বগুলি উত্তমভাবে সম্পাদন করা। হিতোপদেশ ১৪:২৩ পদ আমাদের বলে যে “সমস্ত পরিশ্রমেই সংস্থান হয়।” আমাদের যে কোন কার্যভারই দেওয়া হোক না কেন বিশ্বস্তভাবে সেটিকে পালন করা রাজ্যের কাজে সম্পন্নতা দান করে। আর তাতে মহান পরিতৃপ্তি থাকতে পারে—হ্যাঁ, আনন্দ—এইধরনের ঈশ্বর-দত্ত কাজে।—১ করিন্থীয় ১২:১৮, ২৭, ২৮ পদের সাথে তুলনা করুন।
অন্যদের সাথে ভাল সম্বন্ধ রাখা
পূর্ণ-সময়ের সেবা বিভিন্ন ধরনের লোকেদের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে নিয়ে আসে—ক্ষেত্রের পরিচর্যায়, বেথেলে, মিশনারী গৃহে অথবা এক ভ্রমণ অধ্যক্ষ হিসাবে যখন এক মণ্ডলী থেকে আর এক মণ্ডলী পরিদর্শন করা হয়। সুতরাং আনন্দ, অন্যদের সাথে ভাল সম্বন্ধ বজায় রাখার উপর অনেক পরিমাণে নির্ভর করে। কিন্তু এই শেষকালের জন্য ভাববাণীকৃত ‘প্রচণ্ড সময়’ মানবিক সম্পর্কের উপর এক বৃহৎ চাপ নিয়ে আসে। এমনকি যদি কোন ব্যক্তি তাকে দুঃখ দিয়ে থাকে তখনও কিভাবে এক পরিচারক তার আনন্দ হারিয়ে ফেলাকে প্রতিরোধ করতে পারেন? সম্ভবত আমরা উইলহেমের কাছ থেকে কিছু শিখতে পারি।
উইলহেম ১৯৪৭ সালে ইউরোপ বেথেল পরিবারের এক সদস্য হয়েছিলেন। তারপর, অগ্রগামী এবং এক ভ্রমণ অধ্যক্ষের কাজে তার সময় অতিবাহিত হয়েছিল। “যদি আমার স্ত্রী ও আমি এমন কিছু দেখি যেটি আমাদের সঠিক বলে মনে হয় না অথবা তা ব্যক্তিগতভাবে আমাদের উদ্বিগ্ন করে তখন আমরা যা অনুভব করি সেটি যিহোবাকে জানাই এবং তারপর সমাধানের জন্য বিষয়টি তাঁর উপর ছেড়ে দিই,” উইলহেম ব্যাখ্যা করেন।—গীতসংহিতা ৩৭:৫.
সম্ভবত আপনি নিজে হয়ত এক সহখ্রীষ্টানের ব্যবহারে বিক্ষুব্ধ হয়েছেন যে আপনার সাথে অসম্মানজনক অথবা হটকারিতাপূর্ণভাবে কথা বলেছিল। স্মরণে রাখুন যে আমরা সকলে আমাদের কথায় অনেক সময় বিঘ্ন পেয়ে থাকি। (যাকোব ৩:২) সুতরাং এই পরিস্থিতিটিকে “প্রার্থনা-শ্রবণকারী”-র আরও কাছে আসার জন্য ব্যবহার করুন না কেন? (গীতসংহিতা ৬৫:২) বিষয়টি সম্বন্ধে যিহোবাকে বলুন আর তারপর এটি তার হাতে ছেড়ে দিন। যদি ঈশ্বর এটি পরিবর্তন করতে ইচ্ছুক হন, তিনি সেটি করবেন। যারা মিশনারী গৃহে বাস করেন তাদের হয়ত এই বিষয়টি মনে রাখা প্রয়োজন হতে পারে যে যদি এইধরনের সমস্যার উদ্ভব হয়, এটি যিহোবার সেবায় তাদের আনন্দ বজায় রাখতে সাহায্য করবে।
ভগ্ন স্বাস্থ্যের কারণে
খুব কম লোকেরাই বরাবর উত্তম স্বাস্থ্য উপভোগ করে থাকে। এমনকি তারাও হতাশ অথবা রোগগ্রস্ত হতে পারে যারা জীবনের তথা-কথিত উন্নততর অবস্থায় আছে। ভগ্ন স্বাস্থ্য কিছুজনকে পূর্ণ-সময়ের সেবা বন্ধ করে দিতে বাধ্য করে কিন্তু তারপরে তারা রাজ্য প্রকাশক হিসাবে চমৎকার কাজ করে থাকেন। আবার অন্যেরা ভগ্ন স্বাস্থ্য সত্ত্বেও পূর্ণ-সময়ের সেবা করে চলতে সমর্থ হন। উদাহরণস্বরূপ, হার্টমুট ও গিসলিন্ডের কথা বিবেচনা করুন।
হার্টমুট ও গিসলিন্ড এক বিবাহিত দম্পতি যারা অগ্রগামী, মিশনারী ও ভ্রমণ কাজে ৩০ বছর অতিবাহিত করেছিলেন। তারা উভয়েই পর্যায়ক্রমে গুরুতর অসুস্থতা ভোগ করেছেন যা কখনও কখনও তাদের শারীরিক ও আবেগগত দিক থেকে নিঃশেষ করে দিয়েছে। তৎসত্ত্বেও, তারা চমৎকার কাজ করেছিলেন এবং অনুরূপ পরীক্ষা ভোগ করছে এমন অন্যান্যদেরও উৎসাহিত করতে সমর্থ হয়েছিলেন। কোন্ পরামর্শ তারা দেন? “ভবিষ্যতের দিকে দৃষ্টি দিন, অতীতের দিকে নয়। প্রত্যেকটি পরিস্থিতির সদ্ব্যবহার করুন। প্রত্যেকটি দিন, যিহোবার প্রশংসা করার জন্য হয়ত একটি বার সুযোগ নিয়ে আসতে পারে। সেই সুযোগটি ব্যবহার করুন ও সেটি উপভোগ করুন।”
হেনালোরার বিষয়টি বিবেচনা করুন। এক অগ্রগামী ও মিশনারী হিসাবে তার স্বামীর সাথে ভ্রমণ কাজে ও বেথেল সেবায় তার ৩০ বছরের জীবনে তিনি বারংবার অসুস্থতার কারণে অশান্তি ভোগ করেছেন। হেনালোরা বলেন: “আমি শয়তানের দ্বারা উত্থাপিত বিচার্য বিষয়টির প্রতি মনোনিবেশ করি—যে মানুষ কেবলমাত্র তখনই যিহোবার সেবা করে থাকে যখন তা করা তাদের জন্য সহজসাধ্য। পরীক্ষা সহ্য করার দ্বারা শয়তানকে ভুল প্রমাণিত করায় আমারও একটি অংশ থাকতে পারে।” এটি একটি শক্তিশালী প্রেরণা হতে পারে। স্মরণ করুন যে পরীক্ষার মধ্যে যিহোবার প্রতি আপনার ব্যক্তিগত নিষ্ঠা তাঁর কাছে গুরুত্বপূর্ণ।—ইয়োব ১:৮-১২; হিতোপদেশ ২৭:১১.
আপনার স্বাস্থ্য সম্বন্ধে যখন কোন ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন তখন এই বিধিব্যবস্থার শেষ সম্বন্ধে যীশু খ্রীষ্টের ভবিষ্যদ্বাণীর দুটি বৈশিষ্ট্য বিবেচনা করুন। যীশু এক স্থান থেকে অন্য স্থানে মহামারী সম্বন্ধে ভাববাণী করেছিলেন। তিনি এও বলেছিলেন: “সর্ব্ব জাতির কাছে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার সমুদয় জগতে প্রচার করা যাইবে।” (মথি ২৪:৩, ১৪: লূক ২১:১১) যীশু জানতেন যে শেষকালে তাঁর অনুগামীদের অসুস্থতার সাথে লড়াই করতে হবে। কিন্তু তিনি উপলব্ধি করেছিলেন যে প্রচার কাজ কেবলমাত্র সেই ব্যক্তিদের দ্বারাই সম্পাদিত হবে না যারা উত্তম স্বাস্থ্য উপভোগ করছে কিন্তু সেই ব্যক্তিদের দ্বারাও যারা গুরুতর অসুস্থতা ভোগ করছে। যদি আমরা ভগ্ন স্বাস্থ্য সত্ত্বেও পূর্ণ-সময়ের সেবা ক্রমাগত করে চলি, তাহলে তাঁর নামের প্রতি প্রদর্শিত আমাদের প্রেমকে যিহোবা ভুলে যাবেন না।—ইব্রীয় ৬:১০.
জনসাধারণের উদাসীনতা সত্ত্বেও আনন্দ বজায় রাখা
রাজ্য প্রচার কাজে লোকেরা যেভাবে প্রতিক্রিয়া দেখায় সেটি আমাদের মনোভাবকে প্রভাবিত করতে পারে। “এমনকি অগ্রগামীরাও একজন গৃহকর্তার সাথে কথোপকথন শুরু করা কঠিন বলে বোধ করতে পারে,” একজন অভিজ্ঞ পরিচারক বলেছিলেন। “আমাদের সকলকেই আমাদের আনন্দ বজায় রাখার জন্য লড়াই করতে হয়।” হ্যাঁ, জনসাধারণের উদাসীনতা ক্ষেত্র পরিচর্যায় আমাদের আনন্দকে হ্রাস করতে পারে। তাহলে একজন অগ্রগামী যিনি নিয়মিতভাবে উদাসীনতার সম্মুখীন হন কিভাবে তার আনন্দ বজায় রাখতে পারেন? অভিজ্ঞ পরিচারকেরা নিম্নোক্ত পরামর্শগুলি দেন যেগুলি চেষ্টা করা হয়েছে ও পরীক্ষিত।
উদাসীনতা এক প্রতিদ্বন্দ্বিতা উপস্থিত করে কিন্তু এটিকে পরাজয় হিসাবে মনে করা প্রয়োজনীয় নয়। শুধুমাত্র ব্যাপক উদাসীনতাই পূর্ণ-সময়ের সেবা বন্ধ করে দেওয়ার কোন কারণ নয়। আমরা উদাসীনতার সম্মুখেও আমাদের আনন্দ বজায় রাখতে পারি যদি আমরা শাস্ত্রের অধ্যবসায়ী অধ্যয়নের জন্য পর্যাপ্ত সময় পৃথক করে রাখি। সেগুলি ‘সমস্ত সৎকর্ম্মের জন্য আমাদের সুসজ্জীভূত করে’ আর সেটি সেই লোকেদের সাথে কথা বলাকেও অন্তর্ভুক্ত করে যারা সুসমাচারের প্রতি তাদের কর্ণ বধির করে রাখে। (২ তীমথিয় ৩:১৬, ১৭) যদিও লোকেরা যিরমিয় ভাববাদীর কথা শুনতে চায়নি তবুও তা তাকে থামিয়ে দিতে পারেনি। (যিরমিয় ৭:২৭) যখন খ্রীষ্টীয় প্রকাশনাগুলির সাহায্যে বাইবেল অধ্যয়ন করি, আমরা প্রচুরভাবে উপকৃত হতে পারি যদি আমরা চিন্তাধারাগুলি লক্ষ্য করি যেগুলি আমাদের বিশ্বাসকে শক্তিশালী করে এবং উদাসীনতার সাথে আমাদের মোকাবিলা করতে সাহায্য করে।
উদাসীনতা একটি প্রতিদ্বন্দ্বিতা এটি স্বীকার করে আসুন আমরা তাদের প্রতি আমাদের মনোভাবকে পরীক্ষা করি যাদের কাছে আমরা প্রচার করি। কেন তারা উদাসীন? উদাহরণস্বরূপ, ইউরোপের কিছু অংশে ব্যাপক উদাসীনতার একটি কারণ হল মিথ্যা ধর্মের দুঃখজনক নথি। লোকেরা আর মনে করে না যে তাদের জীবনে ধর্মের কোন স্থান আছে কিংবা তারা ধর্মের সাথে কোন সম্পর্কও রাখতে চায় না। আমাদের নমনীয় হওয়ার প্রয়োজন আছে, লোকেদের সাথে সেই বিষয়ে কথা বলার প্রয়োজন যা তাদের প্রভাবিত করবে, যেমন বেকারত্ব, স্বাস্থ্য, অপরাধ, অসহিষ্ণুতা, পরিবেশ এবং যুদ্ধের ভীতি।
গৃহকর্তার প্রতি আমাদের প্রারম্ভিক বাক্যগুলিতে আমরা হয়ত স্থানীয়ভাবে আগ্রহজনক এমন একটি বিষয় উল্লেখ করতে পারি। ডীটমার এইরকমই করতে চেষ্টা করেছিলেন যখন তিনি এমন এক গ্রামে প্রচার করছিলেন যেখানে তিনি খুব অল্পই সফলতা দেখতে পাচ্ছিলেন। একজন গ্রামবাসী উল্লেখ করেছিলেন যে আগের দিন গ্রামটি এক দুঃখজনক ঘটনা অভিজ্ঞতা করেছে। তারপর থেকে প্রত্যেক দরজায় ডীটমার সেই দুঃখজনক ঘটনাটি সম্বন্ধে আন্তরিক দুঃখ প্রকাশ করেছিলেন। “হঠাৎই লোকেরা কথা বলতে শুরু করেছিল,” তিনি বলেছিলেন। “সেই দুঃখজনক ঘটনাটি প্রত্যেকের মনে ছিল। সেইদিন আমি অনেক সুন্দর কথোপকথন করতে পেরেছিলাম কারণ আমি তাদের জীবন সম্পর্কে আগ্রহ দেখিয়েছিলাম।”
যেখানেই আমরা লোকেদের দেখতে পাই না কেন আমাদের রাজ্য সম্বন্ধে সাক্ষ্য দেওয়া প্রয়োজন। রীতিবহির্ভূত সাক্ষ্যদান হয়ত ফলপ্রদ হতে পারে আর বাইবেল-ভিত্তিক প্রকাশনাগুলিতে প্রদত্ত প্রস্তাবনাগুলি ব্যবহার করে আমরা এই কাজে নিজেদের প্রশিক্ষিত করতে পারি। কিছু বন্ধুত্বপূর্ণ কথোপকথনের দ্বারা অথবা গৃহকর্তার কাছে প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকার কপিগুলি অর্পণ করার দ্বারা আনন্দ আসতে পারে। যদি আমরা পুনর্সাক্ষাৎ করেছি এবং কোন আগ্রহী ব্যক্তির সাথে একটি বাইবেল অধ্যয়ন শুরু করেছি, তাহলে আমরা হয়ত তাদের সাথে সম্বন্ধযুক্ত একজন ব্যক্তিকে পেতে পারি এটি জিজ্ঞাসা করার মাধ্যমে যে “আপনি কি এমন কাউকে জানেন যে বাইবেল অধ্যয়ন করতে চায়?” এটি আরেকটি গৃহ বাইবেল অধ্যয়ন স্থাপন করতে পরিচালিত করতে পারে। যে কোন ক্ষেত্রেই, আসুন আমরা ইতিবাচক হই, উদাসীনতাকে আমাদের নিরুৎসাহিত করতে সুযোগ না দিয়ে প্রার্থনাপূর্বক যিহোবার উপর নির্ভর করি।
অন্যদের কাছ থেকে উৎসাহ
উরজেন আর ক্রিস্টিয়া ৩০ বছরেরও বেশি সময় ধরে অগ্রগামী ও ভ্রমণ কাজে রত আছেন। একসময় তারা এমন একটি জায়গায় কার্যে নিযুক্ত ছিলেন যা সেই স্থানে প্রচার করাকে অন্তর্ভুক্ত করেছিল যেখানে অধিকাংশ লোকেরা ছিল উদাসীন এবং একগুঁয়ে। উরজেন ও তার স্ত্রী উৎসাহ পাওয়ার জন্য কতই না আকাঙ্ক্ষিত ছিলেন! কিন্তু কিছু কারণবশত, মণ্ডলীর অন্যান্যেরা তাদের প্রয়োজনীয়তার প্রতি সাড়া দেয়নি।
সুতরাং উরজেন অভিজ্ঞতা থেকে জানেন যে “কিছু অগ্রগামীদের কঠিন সময় অতিবাহিত করতে হয়। প্রাচীন ও অন্যান্য প্রকাশকদের কাছ থেকে তাদের আরও উৎসাহের প্রয়োজন।” ঈশ্বর যিহোশূয়কে উৎসাহিত ও শক্তিশালী করার জন্য মোশিকে নির্দেশ দিয়েছিলেন। (দ্বিতীয় বিবরণ ৩:২৬-২৮) আর খ্রীষ্টানদের একে অপরের জন্য উৎসাহের উৎস হওয়া উচিত। (রোমীয় ১:১১, ১২) রাজ্যের প্রকাশকেরা গঠনমূলক কথাবর্তার দ্বারা এবং কখনও কখনও পরিচর্যায় তাদের সঙ্গ দিয়ে, যারা পূর্ণ-সময়ের সেবায় রত তাদের উৎসাহ যোগাতে পারেন।
যিহোবাতে যে আনন্দ তা—আমাদের শক্তি
যে খ্রীষ্টানেরা তাদের জীবনের অধিকাংশ অংশ অগ্রগামী অথবা মিশনারী হিসাবে, বেথেল সেবা অথবা মণ্ডলীগুলি পরিদর্শনের জন্য ভ্রমণ কাজে অতিবাহিত করেছেন, তারা আবিষ্কার করেছেন যে অধিকাংশ সমস্যাগুলিই স্বল্পস্থায়ী কিন্তু কিছু দীর্ঘকাল স্থায়ী। এমনকি সেই অল্প কিছু সমস্যাও যা মনে হয় যেন কখনও সমাধান হবে না, সেগুলিকেও আমাদের আনন্দকে হরণ করতে দেওয়া উচিত নয়। রেমন যিনি ৪৫ বছরেরও বেশি সময় ধরে বিদেশী কার্যভারে সেবা করেছেন, পরামর্শ দেন যে যখনই সমস্যা আমাদের দুঃখিত করে তখন, “যে অনেক আশীর্বাদগুলি আমাদের আছে সেগুলি সম্বন্ধে ও আরও অন্যান্য হাজার হাজার ব্যক্তিদের সম্বন্ধে চিন্তা করা আমাদের উচিত যারা আরও বেশি কষ্ট ভোগ করছেন।” সত্যই, জগদ্ব্যাপী আমাদের সহবিশ্বাসীরা দুঃখকষ্ট ভোগ করছেন আর যিহোবা প্রকৃতই আমাদের সকলের জন্য চিন্তা করেন।—১ পিতর ৫:৬-৯.
সুতরাং, যদি আমাদের ব্যক্তিগত পরিস্থিতি পূর্ণ-সময়ের পরিচর্যায় অংশ নিতে ও এতে লেগে থাকতে আমাদের অনুমতি দেয় তাহলে আসুন আমাদের স্বর্গীয় পিতার উপর নির্ভর করার দ্বারা আমরা আমাদের আনন্দ বজায় রাখি। তিনি তাঁর সেবকদের শক্তিশালী করেন আর তাই আমাদের সকলের মনে রাখা উচিত যে ‘সদাপ্রভুতে যে অনন্দ, তাহাই আমাদের শক্তি।’—নহিমিয় ৮:১০.
[২১ পৃষ্ঠার চিত্র]
“আমার অনুভূতি ও পছন্দ কাজের মত ততখানি গুরুত্বপূর্ণ নয়”
[২২ পৃষ্ঠার চিত্র]
“আমরা যা অনুভব করি সেটি যিহোবাকে জানাই এবং তারপর সমাধানের জন্য বিষয়টি তাঁর উপর ছেড়ে দিই”
[Pictures on page 23]
“প্রত্যেকটি পরিস্থিতির সদ্ব্যবহার করুন। প্রত্যেকটি দিন, যিহোবার প্রশংসা করার জন্য হয়ত একটি বার সুযোগ নিয়ে আসতে পারে”
[২৩ পৃষ্ঠার চিত্র]
“পরীক্ষা সহ্য করার দ্বারা শয়তানকে ভুল প্রমাণিত করায় আমারও একটি অংশ থাকতে পারে”
[Pictures on page 24]
“কিছু অগ্রগামীদের কঠিন সময় অতিবাহিত করতে হয়। প্রাচীন ও অন্যান্য প্রকাশকদের কাছ থেকে তাদের আরও উৎসাহের প্রয়োজন”
[২৪ পৃষ্ঠার চিত্র]
“যে অনেক আশীর্বাদগুলি আমাদের আছে সেগুলি সম্বন্ধে চিন্তা করুন”