পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল
লেবীয় পুস্তক ২৫ অধ্যায়ে উল্লেখিত যোবেল বৎসরের আয়োজন দ্বারা কীসের পূর্বাভাস দেওয়া হয়?
মোশির ব্যবস্থা প্রয়োজনীয় শর্ত হিসেবে উল্লেখ করেছিল যে, “সপ্তম বৎসর ভূমির বিশ্রামার্থক বিশ্রামকাল।” সেই বছর সম্বন্ধে ইস্রায়েলীয়দের আদেশ দেওয়া হয়েছিল: “তুমি আপন ক্ষেত্রে বীজ বপন করিও না, ও আপন দ্রাক্ষালতা ঝুড়িও না; তুমি আপন ক্ষেত্রের স্বতঃ উৎপন্ন শস্য কাটিবে না, ও আঝোড়া দ্রাক্ষালতার ফল সংগ্রহ করিবে না; উহা ভূমির বিশ্রামার্থক বৎসর হইবে।” (লেবীয় পুস্তক ২৫:৪, ৫) এইভাবে প্রত্যেক সপ্তম বছর ভূমির জন্য এক বিশ্রাম বছর হওয়ার কথা ছিল। আর প্রতি ৫০তম বছর, সাতটা বিশ্রাম বছরের পরের বছর যোবেল বৎসর ছিল। সেই বছর কী করার কথা ছিল?
যিহোবা মোশির মাধ্যমে ইস্রায়েলকে বলেছিলেন: “তোমরা পঞ্চাশত্তম বৎসরকে পবিত্র করিবে, এবং সমস্ত দেশে তথাকার সমস্ত নিবাসীর কাছে মুক্তি ঘোষণা করিবে; উহা তোমাদের জন্য যোবেল [তূরীধ্বনির মহোৎসব] হইবে; এবং তোমরা প্রতিজন আপন আপন অধিকারে ফিরিয়া যাইবে, ও প্রতিজন আপন আপন গোষ্ঠীর নিকটে ফিরিয়া যাইবে। তোমাদের নিমিত্ত পঞ্চাশত্তম বৎসর যোবেল হইবে; তোমরা বীজ বুনিও না, স্বতঃ উৎপন্ন শস্য ছেদন করিও না, এবং আঝোড়া দ্রাক্ষালতার ফল সংগ্রহ করিও না।” (লেবীয় পুস্তক ২৫:১০, ১১) যোবেলের অর্থ ছিল ভূমির জন্য পর পর দুবছর বিশ্রাম। কিন্তু, অধিবাসীদের জন্য এটা মুক্তি নিয়ে এসেছিল। দাসত্বে বিক্রি হওয়া যেকোনো যিহুদি মুক্তি লাভ করতে পারত। একজন ব্যক্তি যিনি হয়তো তার পৈত্রিক সম্পত্তি বিক্রি করতে বাধ্য হয়েছিলেন, সেটাও তার পরিবারকে ফিরিয়ে দিতে হতো। প্রাচীন ইস্রায়েলের জন্য যোবেল ছিল এক পুনর্স্থাপন ও মুক্তির বছর। এটা খ্রিস্টানদের জন্য কীসের পূর্বাভাস দেয়?
প্রথম মানব আদমের বিদ্রোহ মানবজাতিকে পাপের দাসত্বে নিয়ে গিয়েছিল। মানবজাতিকে পাপের দাসত্ব থেকে মুক্ত করার জন্য যিশু খ্রিস্টের মুক্তির মূল্যরূপ বলিদান হল, ঈশ্বরের ব্যবস্থা।a (মথি ২০:২৮; যোহন ৩:১৬; ১ যোহন ২:১, ২) খ্রিস্টানরা কখন পাপের ব্যবস্থা থেকে মুক্ত হয়? অভিষিক্ত খ্রিস্টানদের উদ্দেশে প্রেরিত পৌল বলেছিলেন: “খ্রীষ্ট যীশুতে জীবনের আত্মার যে ব্যবস্থা, তাহা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে।” (রোমীয় ৮:২) যাদের স্বর্গীয় জীবনের আশা রয়েছে, তারা এই স্বাধীনতা লাভ করে যখন তারা পবিত্র আত্মার দ্বারা অভিষিক্ত হয়। যদিও তাদের দেহ মাংসিক এবং অসিদ্ধ, তবুও ঈশ্বর তাদের ধার্মিক ঘোষণা করেন এবং তাদেরকে তাঁর আত্মিক পুত্র হিসেবে দত্তক নেন। (রোমীয় ৩:২৪; ৮:১৬, ১৭) একটা দল হিসেবে, অভিষিক্তদের জন্য খ্রিস্টীয় যোবেল শুরু হয়েছিল সা.কা. ৩৩ সালের পঞ্চাশত্তমীর দিনে।
“আরও মেষ” সম্বন্ধে কী বলা যায়, যাদের পৃথিবীতে অনন্তজীবনের প্রত্যাশা রয়েছে? (যোহন ১০:১৬) আরও মেষের জন্য খ্রিস্টের হাজার বছরের শাসন পুনর্স্থাপন ও মুক্তির এক সময় হিসেবে প্রমাণিত হবে। হাজার বছরের এই যোবেল চলাকালীন যিশু বিশ্বাসী মানবজাতির ওপর তাঁর মুক্তির মূল্যরূপ বলিদানের উপকারগুলো প্রয়োগ এবং পাপের প্রভাবগুলোকে বাতিল করবেন। (প্রকাশিত বাক্য ২১:৩, ৪) খ্রিস্টের হাজার বছরের রাজত্বের শেষে মানবজাতি মানব সিদ্ধতায় পৌঁছাবে এবং উত্তরাধিকারসূত্রে পাওয়া পাপ ও মৃত্যু থেকে পুরোপুরি মুক্ত হবে। (রোমীয় ৮:২১) তা সম্পাদনের মাধ্যমে খ্রিস্টীয় যোবেল শেষ হবে।
[পাদটীকা]
a বাস্তবিকই যিশু ‘বন্দি লোকদের কাছে মুক্তি প্রচার করিতে’ প্রেরিত হয়েছিলেন। (যিশাইয় ৬১:১-৭; লূক ৪:১৬-২১) তিনি এক আধ্যাত্মিক মুক্তি ঘোষণা করেছিলেন।
[২৬ পৃষ্ঠার চিত্র]
হাজার বছরের যোবেল—‘আরও মেষের’ জন্য পুনর্স্থাপন ও মুক্তির এক সময়