প্রচ্ছদ বিষয়: মোশি তার কাছ থেকে আমরা যা শিখি
মোশি কে ছিলেন?
আপনি যখন মোশি নামটা শোনেন, তখন আপনার মনে কী ভেসে ওঠে? এমন চিন্তা ভেসে ওঠে, . . .
◼ একটি শিশু, যার মা তাকে নীল নদে একটা ঝুড়ির মধ্যে লুকিয়ে রেখেছিলেন?
◼ একটি বালক, যাকে ফরৌণের কন্যা মিশরের প্রাচুর্যের মধ্যে মানুষ করেছিলেন, কিন্তু যে কখনো ভুলে যায়নি যে, সে একজন ইস্রায়েলীয়?
◼ একজন ব্যক্তি, যিনি ৪০ বছর ধরে মিদিয়নে মেষপালক হিসেবে জীবনযাপন করেছিলেন?
◼ একজন ব্যক্তি, যিনি একটা জ্বলন্ত ঝোপের সামনে যিহোবারa সঙ্গে কথা বলেছিলেন?
◼ একজন ব্যক্তি, যিনি মিশরের রাজার সামনে দাঁড়িয়ে সাহসের সঙ্গে ইস্রায়েলীয়দেরকে দাসত্ব থেকে মুক্ত করতে বলেছিলেন?
◼ একজন ব্যক্তি, যিনি ঈশ্বরের নির্দেশে মিশরের ওপর দশটা আঘাত ঘোষণা করেছিলেন, যখন সেই দেশের রাজা সত্য ঈশ্বরকে অবজ্ঞা করেছিলেন?
◼ একজন ব্যক্তি, যিনি ইস্রায়েলীয়দের মিশর থেকে এক গৌরবময় যাত্রায় নেতৃত্ব দিয়েছিলেন?
◼ একজন ব্যক্তি, যাকে লোহিত সাগর (সূফসাগর) বিভক্ত করার জন্য ব্যবহার করা হয়েছিল?
◼ একজন ব্যক্তি, যিনি ঈশ্বরের কাছ থেকে প্রাপ্ত দশ আজ্ঞা ইস্রায়েলীয়দের দিয়েছিলেন?
মোশি এইসমস্ত অভিজ্ঞতা ও সেইসঙ্গে আরও অনেক অভিজ্ঞতা লাভ করেছিলেন। নিঃসন্দেহে এই বিশ্বস্ত ব্যক্তিকে খ্রিস্টান, যিহুদি ও মুসলিম লোকেরা সকলেই যথেষ্ট সম্মান করে থাকে!
স্পষ্টতই, মোশি এমন একজন ভাববাদী ছিলেন, যিনি ‘ভয়ঙ্করতার কর্ম্ম [“আশ্চর্য কাজ,” ইজি-টু-রিড ভারসন]’ করেছিলেন। (দ্বিতীয় বিবরণ ৩৪:১০-১২) ঈশ্বর যেন তাকে দিয়ে বিস্ময়কর উপায়ে কাজ করাতে পারেন, সেইজন্য তিনি নিজেকে তাঁর কাছে সমর্পণ করেছিলেন। কিন্তু, মোশি একজন সাধারণ মানুষই ছিলেন। ভাববাদী এলিয়, যিনি যিশুর পার্থিব পরিচর্যার সময়ে একটা দর্শনে মোশির পাশে আবির্ভূত হয়েছিলেন, তার মতো মোশিও “আমাদের ন্যায় সুখদুঃখভোগী” একজন মানুষ ছিলেন। (যাকোব ৫:১৭; মথি ১৭:১-৯) মোশি আমাদের মতো একইরকম সমস্যাগুলোর মুখোমুখি হয়েছিলেন এবং সেগুলো সফলভাবে কাটিয়ে উঠেছিলেন।
আপনি কি জানতে চান, তিনি কীভাবে তা করেছিলেন? মোশি যে-উত্তম গুণাবলি দেখিয়েছিলেন, সেগুলোর মধ্যে তিনটে গুণ ও সেইসঙ্গে তার উদাহরণ থেকে আমরা কী শিখতে পারি, তা বিবেচনা করুন। (w১৩-E ০২/০১)
[পাদটীকা]
a যিহোবা হল ঈশ্বরের নাম, যা বাইবেলে প্রকাশ করা হয়েছে।
[৩ পৃষ্ঠার চিত্র]