টেলিফোনে সাক্ষ্যদান করা কার্যকারী হতে পারে
১ কেন আমরা আমাদের পরিচর্যায় টেলিফোন ব্যবহার করে সাক্ষ্যদান করার কথা বিবেচনা করতে পারি? কারণ পরিত্রাণ লাভ করার জন্য সঠিক জ্ঞান নিতে অন্যদেরকে সাহায্য করার ক্ষেত্রে এটা হল আরেকটা মাধ্যম। (২ পিতর ৩:৯) যদিও ঈশ্বরের রাজ্যের সুসমাচার ঘোষণা করার জন্য আমাদের প্রধান পদ্ধতি হল ঘরে ঘরে প্রচার করা, কিন্তু ঘরে পাওয়া যায় না এমন ব্যক্তিদের কাছে পৌঁছানোর জন্য আমরা স্বেচ্ছায় অন্যান্য পদ্ধতির সদ্ব্যবহার করে থাকি।—মথি ২৪:১৪; লূক ১০:১-৭; প্রকা. ১৪:৬.
২ যেভাবে এটাকে সংগঠিত করা হয়: ঘরে ঘরে কাজ করার জন্য ক্ষেত্রের পরিচর্যার ব্যবস্থাদির মতো, প্রকাশকদের জন্য টেলিফোনে সাক্ষ্যদান করার এলাকাও জোগানো হয়। এটা হয়তো একাকী অথবা দুই কিংবা তিন জনের একটা ছোটো দলের সঙ্গে করা যেতে পারে। যে-জায়গাটা ব্যবহার করা হয়, সেটা এক নিরিবিলি জায়গা হওয়া উচিত। অনেকে একটা টেবিলের সামনে বসা ও ঘরে ঘরে প্রচার করার সময় তারা সাধারণত যে-জিনিসগুলো ব্যবহার করে, সেগুলো তাদের সামনে রাখা সুবিধাজনক বলে মনে করে।
৩ যেভাবে টেলিফোনের মাধ্যমে সাক্ষ্যদান করা যায়: টেলিফোনে সাক্ষ্যদান করার সময়, আমাদের উপস্থাপনা কথাবার্তা বলার মতো করে হওয়া উচিত। সবেমাত্র এভাবে সাক্ষ্যদান করতে শুরু করেছে এমন কেউ কেউ হয়তো গৃহকর্তাকে একটা উপস্থাপনা পড়ে শোনাতে পারে, তবে তা যেন কথাবার্তা বলার মতো করে হয়। যেভাবে বাইবেল আলোচনা শুরু করা ও তা চালিয়ে যাওয়া যায় নামক পুস্তিকায়, আমাদের রাজ্যের পরিচর্যা-য় এবং আপনি কি সত্য জানতে চান? নামক ট্র্যাক্টটিতে পাওয়া ভূমিকাগুলো এই ক্ষেত্রে সাহায্যকারী হতে পারে। আপনার নিজস্ব উপস্থাপনা তৈরি করার সময়, একটা মূলভাব ও একটা প্রশ্ন নির্ধারণ করুন আর এমন কয়েকটি শাস্ত্রপদ পড়ার জন্য প্রস্তুত থাকুন, যেগুলো উত্তরটা প্রদান করে। আপনার কথোপকথন চালিয়ে যাওয়া উচিত কি না, তা নির্ণয় করার জন্য সেই ব্যক্তি কীভাবে উত্তর দেন, সেটা মন দিয়ে শুনুন। সাধারণত আপনি সেই একই প্রকাশনাদি অর্পণ করবেন, যেগুলো ঘরে ঘরে প্রচার কাজে অর্পণ করা হচ্ছে। নীচের অনুস্মারকগুলো বিবেচনা করুন: স্বাভাবিক থাকুন ও ধীরে ধীরে কথা বলুন। সৌজন্যপূর্ণ, ধৈর্যশীল ও বন্ধুত্বপরায়ণ হোন কারণ তা টেলিফোনে বোঝা যায়। গৃহকর্তা যখন তার চিন্তাধারা প্রকাশ করেন, তখন তা শুনুন আর এরপর তার মন্তব্যের প্রতি সমর্থন ও উপলব্ধি প্রকাশ করুন। দানের ব্যবস্থার কথা উল্লেখ না করার বিষয়ে সতর্ক থাকবেন, কারণ এটাকে টেলিফোনের মাধ্যমে কোনো সাহায্য চাওয়া হচ্ছে বলে ভুল বোঝা হতে পারে। আপনি যদি বুঝতে পারেন যে, কোনো ব্যক্তি আগ্রহী নন, তাহলে নম্রভাবে কথোপকথন শেষ করুন।
৪ টেলিফোনে যে-ব্যক্তির সঙ্গে আপনি কথা বলেন, তিনি হয়তো শারীরিকভাবে অক্ষম বা অসুস্থ হতে পারেন অথবা এমন একজন ব্যক্তি হতে পারেন, যার কর্মতালিকার কারণে ঘরে ঘরে পরিচর্যার সময় তার কাছে পৌঁছানো কঠিন হয়ে যায়। এ ছাড়া, অন্যেরা এমন এলাকাগুলোতে থাকে, যেখানে প্রবেশাধিকার সংরক্ষিত কিংবা এমন অ্যাপার্টমেন্টগুলোতে থাকে, যেখানে কড়া নিরাপত্তা রয়েছে। তাই, আমাদের পরিচর্যাকে আরও পূর্ণরূপে ও পুঙ্খানুপুঙ্খভাবে সম্পন্ন করার প্রচেষ্টায়, টেলিফোনে সাক্ষ্যদান করার কার্যকারী পদ্ধতিটা বিবেচনা করুন।
[অধ্যয়ন প্রশ্নাবলি]
১. কেন টেলিফোনে সাক্ষ্যদান করাকে আমাদের পরিচর্যার একটা গুরুত্বপূর্ণ অংশ বলে বিবেচনা করা যেতে পারে?
২. কীভাবে টেলিফোনে সাক্ষ্যদান করাকে সংগঠিত করা হয়?
৩. টেলিফোনে সাক্ষ্যদান করার সময় আমাদের কোন বিষয়গুলো মনে রাখা উচিত?
৪. টেলিফোনে সাক্ষ্যদান করা আমাদের নির্ধারিত এলাকায় আমাদের কী করতে সমর্থ করতে পারে?