এমন পদ্ধতি ব্যবহার করুন, যা কার্যকারী হয়
১. প্রাথমিক খ্রিস্টানদের প্রচার করার বিভিন্ন পদ্ধতি থেকে আমরা কী শিখতে পারি?
১ প্রাথমিক খ্রিস্টানরা বিভিন্ন সংস্কৃতির ও ধর্মের লোকেদের কাছে সুসমাচার প্রচার করেছিল। (কল. ১:২৩) যদিও তাদের বার্তার বিষয়বস্তু একই—ঈশ্বরের রাজ্য—কিন্তু তাদের পদ্ধতি তাদের শ্রোতাদের পটভূমি অনুযায়ী বিভিন্ন ছিল। উদাহরণস্বরূপ, পিতর যখন শাস্ত্রের প্রতি গভীর সম্মান রয়েছে এমন যিহুদিদের সঙ্গে কথা বলেছিলেন, তখন তিনি ভাববাদী যোয়েলের কথা উদ্ধৃত করে কথা বলতে শুরু করেছিলেন। (প্রেরিত ২:১৪-১৭) অন্যদিকে, প্রেরিত ১৭:২২-৩১ পদে লক্ষ করুন যে, পৌল কীভাবে গ্রিক লোকেদের সঙ্গে যুক্তি করেছিলেন। বর্তমানে, কিছু এলাকার লোকেদের শাস্ত্রের প্রতি সম্মান রয়েছে আর তাই আমরা ঘরে ঘরে যাওয়ার সময় নির্দ্বিধায় বাইবেল দেখাতে পারি। কিন্তু, আমাদের হয়তো সেই সময়ে আরও বিচক্ষণ হতে হবে, যখন আমরা এমন লোকেদের সঙ্গে কথা বলি, যাদের বাইবেল অথবা ধর্মের প্রতি কোনো আগ্রহই নেই কিংবা যারা ন-খ্রিস্টীয় কোনো ধর্মের সদস্য।
২. যারা বাইবেলের প্রতি উপলব্ধি দেখায় ও সেইসঙ্গে যারা দেখায় না, তাদেরকে সাহায্য করার জন্য কীভাবে আমরা অর্পণের জন্য সাহিত্যাদি ব্যবহার করতে পারি?
২ অর্পণের জন্য সাহিত্যাদি কার্যকারীভাবে ব্যবহার করুন: এই পরিচর্যা বছরে অর্পণের জন্য সাহিত্যাদি প্রতি দু-মাস অন্তর অন্তর পরিবর্তন হবে এবং পত্রিকা, ট্র্যাক্ট ও ব্রোশারের ওপর জোর দেবে। আমাদের এলাকার লোকেরা যদি সাধারণত বাইবেলের প্রতি আগ্রহী না হয়ে থাকে, তাহলে আমরা এমন কিছু উপস্থাপন করব, যা তাদের আগ্রহ জাগিয়ে তুলবে। এমনকী আমরা যদি প্রথম সাক্ষাতেই কোনো শাস্ত্রপদ না পড়ি অথবা সরাসরি বাইবেল না দেখাই, তবুও যেখানে আগ্রহ দেখা গিয়েছে, সেখানে আমরা একজন সৃষ্টিকর্তা ও তাঁর অনুপ্রাণিত বাক্যের ওপর গৃহকর্তার বিশ্বাস গড়ে তোলার লক্ষ্য নিয়ে তাকে সাহায্য করার জন্য ফিরে যেতে পারি। অন্যদিকে, আমরা যদি এমন এলাকাতে প্রচার করি, যেখানে বাইবেলের প্রতি লোকেদের কিছুটা শ্রদ্ধা রয়েছে, সেখানে আমরা এমন সাহিত্যাদি অর্পণ এবং পদ্ধতি ব্যবহার করতে পারি, যা বাইবেল সম্বন্ধে তুলে ধরে। আসলে, আমরা হয়তো যেকোনো সময়ে বাইবেল শিক্ষা দেয় বই অথবা ঈশ্বরের কথা শুনুন বা ঈশ্বরের কথা শুনুন ও চিরকাল বেঁচে থাকুন ব্রোশার অর্পণ করতে পারি, তা সেই মাসে যেটাই উপস্থাপন করার জন্য বলা হোক না কেন। মূল বিষয়টা হল এমন এক পদ্ধতি ব্যবহার করা, যা কার্যকারী হয়।
৩. কীভাবে আমাদের এলাকার লোকেদের হৃদয় ভূমির মতো?
৩ ভূমি প্রস্তুত করুন: একজন ব্যক্তির হৃদয় অনেকটা ভূমির মতো। (লূক ৮:১৫) কিছু ভূমিতে বাইবেলের সত্যের বীজ শিকড় বিস্তার ও বৃদ্ধি লাভ করার আগে, সেই ভূমিকে আরও প্রস্তুত করতে হয়। প্রথম শতাব্দীর সুসমাচার প্রচারকরা সফলতার সঙ্গে সমস্ত ধরনের ভূমিতে বীজ বপন করেছিল আর সেটা তাদের জন্য পরিতৃপ্তি ও আনন্দ এনে দিয়েছিল। (প্রেরিত ১৩:৪৮, ৫২) আমাদের পদ্ধতির প্রতি মনোযোগ দেওয়ার মাধ্যমে আমরাও একইরকম সফলতা লাভ করতে পারি।