প্রশ্ন বাক্স
◼ একজন পুরুষ প্রকাশককে সঙ্গে নিয়ে দরজায় দাঁড়িয়ে বাইবেল অধ্যয়ন পরিচালনা করার সময় একজন মহিলা প্রকাশককে কি মাথায় কাপড় দিতে হবে?
একজন মহিলা প্রকাশক যখন কোনো নিয়মিত বাইবেল অধ্যয়ন পরিচালনা করেন আর সেখানে কোনো পুরুষ প্রকাশক উপস্থিত থাকেন, তখন সেই মহিলা প্রকাশকের মাথায় কাপড় দেওয়া উচিত। (১ করি. ১১:৩-১০) ২০০২ সালের ১৫ জুলাই প্রহরীদুর্গ পত্রিকার ২৭ পৃষ্ঠা ব্যাখ্যা করে: ‘এই ধরনের বাইবেল অধ্যয়ন আগে থেকে ব্যবস্থা করা শিক্ষাদানের এক পর্ব, যেখানে সেই ব্যক্তিই হচ্ছেন পরিচালক, যিনি শিক্ষা দিচ্ছেন। এ-রকম পরিস্থিতিতে, কোনো অধ্যয়নকে মণ্ডলীতে শিক্ষাদানের এক অংশ হিসেবে দেখা উচিত। একজন বাপ্তাইজিত পুরুষ সাক্ষির উপস্থিতিতে যদি একজন বাপ্তাইজিত মহিলা সাক্ষি এই অধ্যয়ন পরিচালনা করেন, তাহলে উপযুক্ত কারণেই তাকে মাথায় কাপড় দিতে হবে।’ সেই অধ্যয়ন ঘরের মধ্যে, দরজায় দাঁড়িয়ে অথবা অন্য যেখানেই করা হোক না কেন, তা প্রযোজ্য হবে।
অন্যদিকে, দরজায় দাঁড়িয়ে যে-আলোচনা করা হয়, সেটাকে যদি এখনও কোনো বাইবেল অধ্যয়ন হিসেবে ধরা না হয়ে থাকে, তাহলে একজন বোনের একজন পুরুষ প্রকাশকের সামনে মাথায় কাপড় দেওয়ার প্রয়োজন নেই। বাইবেল অধ্যয়নের নমুনা দেখানোর সময় কিংবা বাইবেল অধ্যয়নের প্রকাশনা থেকে বিষয়বস্তু আলোচনা করার সময়ও একই নীতি প্রযোজ্য। যেহেতু দরজায় দাঁড়িয়ে করা আলোচনা প্রায়ই বেশ কয়েক বার কার্যকরী পুনর্সাক্ষাৎ করার পর নিয়মিত অধ্যয়ন হয়ে ওঠে, তাই প্রকাশকদের বিভিন্ন পরিস্থিতি বিবেচনা করে বুঝতে হবে যে, ঠিক কখন মাথায় কাপড় দেওয়া উপযুক্ত হবে।