তাদের ‘বিশ্বাসে দৃঢ়ীভূত হতে’ সাহায্য করুন
এটা দেখা খুবই উৎসাহজনক যে, কীভাবে যিহোবা একত্রীকরণের কাজকে আশীর্বাদ করছেন, যার ফলে প্রত্যেক বছর প্রায় ২.৫ লক্ষেরও বেশি লোক বাপ্তিস্ম নিচ্ছে। (দ্বিতীয়. ২৮:২) একবার যখন একজন প্রকাশক তার ছাত্রকে বাপ্তিস্ম নিতে সাহায্য করেন, তখন সেই ছাত্রের সঙ্গে অধ্যয়ন বন্ধ করে অন্যদের সাহায্য করার দিকে তার প্রবণতা থাকে। সেই ছাত্রেরও হয়তো প্রচার কাজে বেশি সময় দেওয়ার জন্য অধ্যয়ন বন্ধ করার প্রবণতা থাকে। তবুও বাইবেল ছাত্রদের সত্যের ভালো ভিত্তি স্থাপন করা গুরুত্বপূর্ণ। তাদের খ্রিস্টে “বদ্ধমূল” ও বিশ্বাসে “দৃঢ়ীভূত” হওয়া প্রয়োজন। (কল. ২:৬, ৭; ২ তীম. ৩:১২) তাই একজন ছাত্রের বাপ্তিস্ম নেওয়ার পরও, যতদিন না বাইবেল শিক্ষা দেয় বই এবং “ঈশ্বরের প্রেম” বই অধ্যয়ন করা শেষ হয়, ততদিন তার বাইবেল অধ্যয়ন চালিয়ে যাওয়া উচিত।—২০১১ সালের এপ্রিল মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ২ পৃষ্ঠা দেখুন।