ঈশ্বরের বাক্যের গুপ্তধন | গীতসংহিতা ৫২-৫৯
“সদাপ্রভুতে আপনার ভার অর্পণ কর”
দায়ূদ জীবনে বহু চরম পরীক্ষার মুখোমুখি হন। গীতসংহিতার ৫৫ গীত রচনা করার আগে ইতিমধ্যেই তিনি এই বিষয়গুলোর মুখোমুখি হন . . .
অপমান
তাড়না
তীব্র অপরাধবোধ
পরিবারে দুঃখজনক ঘটনা
অসুস্থতা
বিশ্বাসঘাতকতা
এমনকী দায়ূদের ভার যখন অসহনীয় বলে মনে হয়, তখনও তিনি সেটার সঙ্গে মোকাবিলা করার পথ খুঁজে বের করেন। তার মতো একই অনুভূতি রয়েছে এমন ব্যক্তিদের জন্য তিনি ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত হয়ে এই পরামর্শ দেন: “তুমি সদাপ্রভুতে আপনার ভার অর্পণ কর।”
কীভাবে আমরা বর্তমানে এই শাস্ত্রপদ কাজে লাগাতে পারি?
১ যেকোনো সমস্যা, উদ্বিগ্নতা অথবা দুশ্চিন্তার সময় আন্তরিকভাবে সাহায্য চেয়ে যিহোবার কাছে প্রার্থনা করুন
২ যিহোবার বাক্য এবং তাঁর সংগঠন থেকে নির্দেশনা ও সাহায্য লাভ করার চেষ্টা করুন
৩ পরিস্থিতি থেকে মুক্ত হওয়ার জন্য বাইবেলের নীতির সঙ্গে মিল রেখে কাজ করার জন্য আপনার যথাসাধ্য করুন