ঈশ্বরের বাক্যের গুপ্তধন | যোহন ৫-৬
সঠিক উদ্দেশ্য নিয়ে যিশুকে অনুসরণ করুন
যিশু যখন এমন একটা দৃষ্টান্ত তুলে ধরেছিলেন যা শিষ্যদের পক্ষে বোঝা কঠিন বলে মনে হয়েছিল, তখন কেউ কেউ বিঘ্ন পেয়েছিল ও তাঁর সঙ্গে আর যাতায়াত করেনি। এর মাত্র এক দিন আগে যিশু তাদের অলৌকিকভাবে খাইয়েছিলেন, যা নিশ্চিত করেছিল, তাঁর শক্তি ঈশ্বরের কাছ থেকে এসেছে। তাহলে, কেন তারা বিঘ্ন পেয়েছিল? স্পষ্টতই, যিশুকে অনুসরণ করার পিছনে তাদের স্বার্থপর উদ্দেশ্য ছিল। তারা বস্তুগত সুযোগসুবিধা লাভের জন্য যিশুর সঙ্গে মেলামেশা করছিল।
আমাদের প্রত্যেকের নিজেকে জিজ্ঞেস করা উচিত: ‘কেন আমি যিশুকে অনুসরণ করি? মূলত বর্তমান ও ভবিষ্যৎ আশীর্বাদ লাভ করার জন্য? না কি আমি যিহোবাকে ভালোবাসি ও তাঁকে খুশি করতে চাই?’
আমরা যদি মূলত নীচে উল্লেখিত কারণগুলোর জন্য যিহোবার সেবা করি, তা হলে কেন আমরা বিঘ্ন পেতে পারি?
আমরা ঈশ্বরের লোকেদের সঙ্গে থাকতে পছন্দ করি
আমরা পরমদেশে বেঁচে থাকতে চাই