খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন
‘কিছু আলাদা করে রাখুন’
আমাদের নিয়মিতভাবে দান দেওয়ার পরিকল্পনা করতে হবে। প্রেরিত পৌলও এই বিষয়ে উৎসাহিত করেছিলেন, যখন তিনি বলেছিলেন যে, আমরা যেন ‘কিছু আলাদা করে রাখি।’ (১করি ১৬:২) আমরা যদি তা করি, তা হলে আমরা বিশুদ্ধ উপাসনাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সাহায্য করতে পারব আর ফলে আমরা অনেক আনন্দিত হব। আমরা হয়তো বেশি দান দিতে পারি না, তারপরও আমরা মনে রাখতে পারি, যিহোবা জানেন, আমরা আমাদের মূল্যবান বিষয়গুলো দিয়ে তাঁর প্রতি সম্মান দেখাতে চাই এবং তিনি এটাকে অনেক মূল্য দেন।—হিতো ৩:৯.
কিছু আলাদা করে রাখার জন্য ধন্যবাদ শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
টাকাপয়সা দান দেওয়ার ব্যাপারে আগে থেকে পরিকল্পনা করা কেন উপকারজনক?
কোনো কোনো ভাই-বোন দান দেওয়ার ব্যাপারে ‘কিছু আলাদা করে রাখার’ জন্য কী করে?