কী নিয়ে অধ্যয়ন করতে পারেন?
জেগে থাকার জন্য গভীরভাবে অধ্যয়ন করুন
দানিয়েল ৯:১-১৯ পদ পড়ুন আর জানুন যে, গভীরভাবে অধ্যয়ন করা কেন এত গুরুত্বপূর্ণ।
আরও জানার জন্য আশেপাশের শাস্ত্রপদগুলো পড়ুন। এর আগে কোন ঘটনাগুলো ঘটেছিল এবং এগুলো দানিয়েলের উপর কোন প্রভাব ফেলেছিল? (দানি. ৫:২৯–৬:৫) আপনি যদি দানিয়েলের জায়গায় থাকতেন, তা হলে আপনার কেমন লাগত?
গভীরে গিয়ে দেখুন। দানিয়েল হয়তো কোন “গ্রন্থাবলি” নিয়ে অধ্যয়ন করেছিলেন? (দানি. ৯:২; প্রহরীদুর্গ ২৩.০৮ ৪ অনু. ৭) কেন দানিয়েল নিজের এবং ইজরায়েল জাতির পাপ স্বীকার করেছিলেন? (লেবীয়. ২৬:৩৯-৪২; ১ রাজা. ৮:৪৬-৫০; দানিয়েলের ভবিষ্যদ্বাণী ১৮২-১৮৪, ইংরেজি) দানিয়েলের প্রার্থনা থেকে কীভাবে বোঝা যায় যে, তিনি ঈশ্বরের বাক্য নিয়ে গভীরভাবে অধ্যয়ন করতেন?—দানি. ৯:১১-১৩.
আপনি কী শিখতে পারেন, তা চিন্তা করুন। নিজেকে জিজ্ঞেস করুন:
‘জগতের ঘটনাগুলোর কারণে আমি যাতে বিক্ষিপ্ত না হয়ে পড়ি, সেইজন্য আমাকে কী করতে হবে?’ (মীখা ৭:৭)
‘দানিয়েলের মতো আমি যদি ঈশ্বরের বাক্য নিয়ে গভীরভাবে অধ্যয়ন করি, তা হলে আমি কোন উপকার পাব?’ (প্রহরীদুর্গ ০৪ ৮/১ ১২ অনু. ১৭)
‘জেগে থাকার জন্য আমাকে কোন বিষয়গুলো নিয়ে অধ্যয়ন করতে হবে?’ (মথি ২৪:৪২, ৪৪; প্রহরীদুর্গ ১২ ৮/১৫ ৫ অনু. ৭-৮)