পাদটীকা
a শীলো নামের অর্থ “এটি যাঁর, তিনি; যাঁহার অধিকার আছে, তিনি।” যথাসময়ে, এটি স্পষ্ট হয়েছিল যে “শীলো” ছিলেন যীশু খ্রীষ্ট, “যিহূদাবংশীয় সিংহ।” (প্রকাশিত বাক্য ৫:৫) যিহূদী অনুবাদগুলি (টারগম্) কিছু “শীলো” শব্দটিকে শুধু “মশীহ” অথবা “মশীহ রাজা” দ্বারা পরিবর্তিত করে দিয়েছে।