পাদটীকা
c থুথু ফেলা সুস্থ করার এক উপায় বা চিহ্ন ছিল, যা যিহুদি ও পরজাতীয়রা উভয়ই স্বীকার করত আর আরোগ্য করায় থুথুর ব্যবহার রব্বিদের লেখায় উল্লেখ করা ছিল। যিশু হয়তো সেই ব্যক্তিকে এটা বোঝানোর জন্য থুথু ফেলেছিলেন যে, সে সুস্থ হতে চলেছে। যাই হোক না কেন, যিশু তাঁর থুথুকে প্রাকৃতিক আরোগ্যকারী মাধ্যম হিসেবে ব্যবহার করেননি।