পাদটীকা
b কিছু অনুবাদ এখানে ইঙ্গিত করে যে, যে-ব্যক্তি ঈশ্বরের লোকেদের স্পর্শ করে সে তার নিজের চোখ বা ইস্রায়েলের চোখ স্পর্শ করছে, ঈশ্বরের চোখ নয়। এই ভুলটা কিছু ধর্মগুরু শুরু করেছিলেন, যারা এই অংশটাকে অসম্মানজনক বলে মনে করেছিল আর তাই এটাকে পরিবর্তন করেছিল। তাদের ভ্রান্ত প্রচেষ্টা যিহোবার ব্যক্তিগত সহমর্মিতার তীব্রতাকে গুপ্ত রেখেছিল।