পাদটীকা
a লূক তার সুসমাচারের বইতে এই ব্যক্তিকে “মাননীয় থিয়ফিল” বলে সম্বোধন করেছেন। এটা দেখে কেউ কেউ মনে করে, থিয়ফিল একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন, তবে তিনি তখনও খ্রিস্টের শিষ্য হননি। (লূক ১:৩) কিন্তু, প্রেরিত বইয়ে লূক তাকে “হে থিয়ফিল” বলে সম্বোধন করেন। এই বিষয়ে কিছু পণ্ডিত মনে করে, থিয়ফিল লূক লিখিত সুসমাচার পড়ার পরই খ্রিস্টান হয়েছিলেন। তাই, তারা বলে যে, লূক প্রেরিত বইয়ে থিয়ফিলকে বিশেষ কোনো শব্দের মাধ্যমে সম্বোধন করেননি, এর পরিবর্তে তিনি এমনভাবে লিখেছেন যেন কোনো খ্রিস্টীয় ভাইকে লিখছেন।