পাদটীকা
b কিছু বছর পর, প্রেরিত পৌল ইব্রীয়দের উদ্দেশে একটা চিঠি লেখেন। তিনি সেই চিঠিতে ব্যাখ্যা করেন, কেন নতুন চুক্তি পুরোনো চুক্তির চেয়ে আরও ভালো। তিনি সঠিক যুক্তি দেখিয়ে প্রমাণ করেন, নতুন চুক্তি আসার ফলে, পুরোনো চুক্তি বাতিল করা হয়েছে। এই যুক্তিগুলোর সাহায্যে যিহুদি খ্রিস্টানেরা, সেই যিহুদিদের মুখ বন্ধ করতে পারত, যারা মোশির ব্যবস্থা পালন করার ক্ষেত্রে গোঁড়া ছিল। শুধু তাই নয়, যে-খ্রিস্টানেরা আগে মোশির ব্যবস্থাকে বেশি গুরুত্ব দিত, তারা পৌলের এই যুক্তি থেকে আরও নিশ্চিত হয়ে গিয়েছিল যে, আগের চুক্তি বাতিল করা হয়েছে।—ইব্রীয় ৮:৭-১৩.