পাদটীকা
a এই বিষয়টি লক্ষণীয় যে, এটি ঘটবার আগে তার পরিবারকে কনানীয় লোকেদের প্রভাব থেকে রক্ষা করার জন্য তিনি দৃঢ় পদক্ষেপ নিয়েছিলেন। তিনি এক বেদী নির্মাণ করেছিলেন, নিঃসন্দেহে যার রীতি তার কনানীয় প্রতিবেশীর থেকে ভিন্ন ছিল। (আদিপুস্তক ৩৩:২০; যাত্রাপুস্তক ২০:২৪, ২৫) এছাড়াও, তিনি শিখিম শহরের বাইরে তাম্বু খাটিয়েছিলেন এবং নিজের জন্য জল সরবরাহের ব্যবস্থা করেছিলেন। (আদিপুস্তক ৩৩:১৮; যোহন ৪:৬, ১২) তাই দীণা যাকোবের ইচ্ছা সম্বন্ধে ভাল করে জানত যে সে যেন কনানীয়দের সাথে মেলামেশা না করে।