পাদটীকা
c যিহূদীদের ইতিহাস বইয়ে অধ্যাপক গ্রেটস বলেন যে কোন কোন সময়ে রোমীয়রা একদিনে ৫০০ জন কয়েদিকে ফাঁসি দিতেন। অন্যান্য যিহূদী বন্দিদের হাত কেটে তাদেরকে আবার সেই শহরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেখানকার অবস্থা কেমন ছিল? “টাকা অচল হয়ে যাওয়ার ফলে তা দিয়ে খাবার কেনা যেত না। রাস্তায় রাস্তায় লোকেরা খুবই নোংরা ও পচা খাবার, এক মুঠো খড়, এক টুকরো চামড়া অথবা কুকুরের খাবার নিয়ে ঝগড়া করত। . . . কবর দিতে না পারায় দিনে দিনে মৃতদেহের সংখ্যা বেড়ে চলেছিল আর সেগুলো পচে সেখানকার গ্রীষ্মকালের আবহাওয়াকে দূষিত করে তুলেছিল আর লোকেরা রোগ, দুর্ভিক্ষ ও অস্ত্রের শিকার হয়েছিল।”