পাদটীকা
a “রোমের মন্দিরে রোমীয় প্রতীকগুলোকে ধর্মীয় বস্তু হিসেবে মর্যাদা দিয়ে সুরক্ষিতভাবে রাখা হতো; আর যখনই অন্য জাতির সঙ্গে যুদ্ধগুলোয় তারা জয়ী হতো এই প্রতীকগুলোর জন্য লোকেদের শ্রদ্ধা আরও বেড়ে যেত। [সৈনিকদের কাছে এটা] পৃথিবীর সবচেয়ে পবিত্র বস্তু ছিল। রোমীয় সৈন্যরা তাদের প্রতীকের নামে শপথ করত।”—দি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, ১১তম সংস্করণ।