পাদটীকা
b মনে করা হয় যে, সম্ভবত ৭০ বছর ধরে বাবিলনীয়দের বন্দিত্বে থাকার সময় যখন কোন মন্দিরের অস্তিত্ব ছিল না, তখন সমাজগৃহগুলো প্রতিষ্ঠিত হয়েছিল অথবা বন্দিত্ব থেকে ফিরে আসার কিছু সময় পর, যে-সময় মন্দিরটি পুনর্নির্মাণ করা হচ্ছিল সেই সময় তা হয়েছিল। প্রথম শতাব্দীতে, প্যালেস্টাইনের প্রত্যেকটা শহরে নিজেদের সমাজগৃহ ছিল ও বড় নগরগুলোতে একাধিক সমাজগৃহ ছিল।