a “অসারতার” জন্য পৌল যে-গ্রিক শব্দ ব্যবহার করেছিলেন, সেই একই শব্দ গ্রিক সেপ্টুয়াজিন্ট-এ সেই অভিব্যক্তিটা অনুবাদ করার জন্য ব্যবহার করা হয়েছে, যা শলোমন উপদেশকের বইয়ে বার বার “সকলই অসার,” এই অভিব্যক্তিটার মধ্যে ব্যবহার করেছেন। (বাঁকা অক্ষরে মুদ্রণ আমাদের।)—উপদেশক ১:২, ১৪; ২:১১, ১৭; ৩:১৯; ১২:৮.