পাদটীকা
a পেটুকতা হল এক ধরনের মানসিক অবস্থা, যা লোভ ও অতিরিক্ত অসংযমতার দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত। তাই, এটা একজনের দেহের আকৃতি দ্বারা নয় বরং খাবারের প্রতি তার মনোভাবের দ্বারা নির্ধারিত হয়। একজন ব্যক্তি হয়তো স্বাভাবিক আকৃতির অথবা এমনকি হালকা-পাতলা হয়েও একজন পেটুক হতে পারেন। অন্যদিকে, কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত ওজনের কারণ হতে পারে কোনো রোগ অথবা বংশগত বিষয়গুলো অতিরিক্ত মোটা হওয়ার কারণ হতে পারে। একজন ব্যক্তির ওজন যা-ই হোক না কেন, মূল বিষয়টা হল তিনি খাবারের ব্যাপারে অতিরিক্ত লোভী কি না।—২০০৪ সালের ১ নভেম্বর প্রহরীদুর্গ পত্রিকার “পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল” দেখুন।