পাদটীকা
b অনুচ্ছেদ ৮: এই পদগুলোতে বর্ণিত ঘটনাগুলোর মধ্যে একটা হল ‘মনোনীতদিগকে একত্র করা।’ (মথি ২৪:৩১) তাই, মনে হয়, মহাক্লেশের প্রথম পর্যায় শেষ হয়ে যাওয়ার পরে যে-অভিষিক্ত ব্যক্তিরা পৃথিবীতে থাকবে, তারা আরমাগিদোনের যুদ্ধ শুরু হয়ে যাওয়ার আগেই কোনো একটা সময়ে মৃত্যুবরণ করবে এবং তাদের স্বর্গে উত্থিত করা হবে। এই ব্যাখ্যার মাধ্যমে ১৯৯০ সালের ১৫ আগস্ট প্রহরীদুর্গ (ইংরেজি) পত্রিকার ৩০ পৃষ্ঠায় দেওয়া “পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল” শিরোনামের প্রবন্ধে এই বিষয়ে যে-আলোচনা করা হয়েছিল, সেটাকে রদবদল করা হয়েছে।