পাদটীকা
a খুব সম্ভবত সেই দলের অধিকাংশ ব্যক্তিই খ্রিস্টান হয়েছিল। কেন আমরা তা বলতে পারি? কারণ প্রেরিত পৌল তাদেরকে ‘পাঁচ শত ভ্রাতা’ বলে উল্লেখ করেছেন। তিনি এটাও বলেন: “তাহাদের অধিকাংশ লোক অদ্যাপি বর্ত্তমান রহিয়াছে, কিন্তু কেহ কেহ নিদ্রাগত হইয়াছে।” তাই মনে হয়, পৌল এবং অন্য খ্রিস্টানরা সেই ব্যক্তিদের মধ্যে অনেককেই চিনতেন, যারা নিজের কানে যিশুকে প্রচার করার আজ্ঞা দিতে শুনেছিল।