পাদটীকা
a খ্রিস্টীয় জগতের বিভিন্ন সংগঠন এই শিক্ষা দেয় যে, ঈশ্বরের রাজ্য কোন ব্যক্তির ভেতরে রয়েছে অথবা তার হৃদয়ে রয়েছে। উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্রের সাউদান ব্যাপ্টিস্ট সংগঠনের একটা অধিবেশনে এটা বলা হয়েছিল যে, এক অর্থে ঈশ্বরের রাজ্যের অর্থ হল, “ঈশ্বর একজন ব্যক্তির জীবনে এবং হৃদয়ে কর্তৃত্ব করেন অথবা রাজত্ব করেন।” একইভাবে পোপ বেনেডিক্ট XVI তার নাসরতীয় যিশু নামক বইটিতে লিখেছিলেন, “কোন ব্যক্তির হৃদয় যখন ঈশ্বরের আজ্ঞা পালন করে তখন ঈশ্বরের রাজ্য আসে।”