ডিসেম্বর আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ডিসেম্বর ২০১৬ নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা ডিসেম্বর ৫-১১ ঈশ্বরের বাক্যের গুপ্তধন | যিশাইয় ১-৫ ‘চল, আমরা সদাপ্রভুর পর্ব্বতে গিয়া উঠি’ খ্রিস্টীয় জীবনযাপন পরিচর্যায় আমাদের দক্ষতা বাড়ানো—“ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা কর” বই ব্যবহার করে লোকেদের হৃদয়ে পৌঁছানোর মাধ্যমে ডিসেম্বর ১২-১৮ ঈশ্বরের বাক্যের গুপ্তধন | যিশাইয় ৬-১০ মশীহ ভবিষ্যদ্বাণী পরিপূর্ণ করেন খ্রিস্টীয় জীবনযাপন “এই আমি, আমাকে পাঠাও” ডিসেম্বর ১৯-২৫ ঈশ্বরের বাক্যের গুপ্তধন | যিশাইয় ১১-১৬ পৃথিবী সদাপ্রভু বিষয়ক জ্ঞানে পরিপূর্ণ হবে খ্রিস্টীয় জীবনযাপন ঈশ্বরের কাছ থেকে প্রাপ্ত শিক্ষা ভেদাভেদ দূর করে ডিসেম্বর ২৬, ২০১৬–জানুয়ারি ১, ২০১৭ ঈশ্বরের বাক্যের গুপ্তধন | যিশাইয় ১৭-২৩ ক্ষমতার অপব্যবহার কর্তৃত্ব হারাতে পরিচালিত করে